রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় রমজান মাসেও মদের গন্ধ, ক্ষোভে ৩নং গলির বাসিন্দারা

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে (৩নং গলি) দেশি মদের দোকানে (সরকার অনুমোদিত) সরকারের নিয়ম-নীতি না মেনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে মদ বিক্রি করায় ক্ষুদ্ধ হয়ে উঠছে স্থানীয় বাজারের ব্যবসায়ীসহ এলাকার বাসিন্দারা। পবিত্র রমজান মাসে দিনভর মদের বিকট গন্ধে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখতে বাধ্য হলেও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা গ্রহন করছে না জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসব ব্যবসায়ীরা রমজানের পবিত্রতা রক্ষায় এবং বাজারের পরিবেশ স্বভাবিক রাখতে অবিলম্বে সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে দোকান মালিক প্রতি মাসে চাহিদা বেশি দেখিয়ে অধিক মদ উত্তোলন, অবৈধ ভাবে পানি মিশানো এবং অনুমোদবিহীন ব্যাক্তিদের কাছে মদ বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অপরদিকে বিভিন্ন স্থানে এসব চোরাই মদ বিক্রি হওয়ায় জেলায় প্রতিনিয়ত মাদকসেবীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈধ ভাবে মদ ক্রয় করে অবৈধ ভাবে বিক্রি করলেও সরকার কয়েক লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া এসব অনিয়মের বিষয়ে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক ও সহকারি পরিচালকের নিকট একাধিকবার জানানো হলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করছে না। স্থানীয় বাসিন্দারা মদের দোকানে অনিয়ম বন্ধ ও দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে দোকানের সামনে কাপড় ঝুলানো থাকলেও ভিতরে বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাক্তিরা মদ পান করছে এবং কিছু সময় পর পর প্লাস্টিকের ড্রামে (ছোট) মদ নিয়ে (অনুমোন বিহীন) জেলার বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। এছাড়া সন্ধ্যার পর উঠতি বয়সের একাধিক যুবক প্রকাশ্যে দোকানের সামনে দাড়িয়ে বোতলে মদ পান করলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা, রমজান মাসের পবিত্রতা রক্ষায় মদের দোকান বন্ধ রাখার ব্যবস্থা করতে সংশ্লিষ্ঠ কতৃপক্ষের নিকট আবেদন জানান।

ঝাউডাঙ্গা বাজারের ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান, মদের দোকান মালিক রাধেশ্যামকে রমজান মাসে সন্ধ্যার পরে দোকান খোলার জন্য বলা হলেও তিনি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে সকাল ৮ থেকে রাত ১২টা পর্যন্ত দোকান খোলা রেখে প্রকাশ্যে মদ বিক্রি করছে। এছাড়া সরকারের নিয়ম-নীতিকে উপেক্ষা করে শুক্রবারে দোকান বন্ধ থাকার নিয়ম থাকলেও তিনি না মেনে দোকান খোলা রেখে দিন-ভর শিক্ষার্থী, যুবসমাজসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাক্তিদের নিকট (অনুমোদনবিহীন) পলিথিনের প্যাকেট ও প্লাস্টিকের বোতলে চড়া দামে মদ বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

জানতে চাইলে ঝাউডাঙ্গা দেশি মদের দোকান মালিক রাধেশ্যাম জানান, সকালে দোকান খোলা থাকলেও মদ বিক্রি করা হয় না। এখানে সরকারের নিয়ম মেনেই দোকান পরিচালনা করা হচ্ছে। এছাড়া অনিয়মের অন্য কোন বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা পরিদর্শক তাজুল ইসলাম জানান, এধরনের ঘটনা আমার জানানেই। তবে অনিয়ম করলে দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। একইসাথে তিনি এবিষয়ে (উর্ধতন কতৃপক্ষ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (সাতক্ষীরার দায়ীত্বপ্রাপ্ত) সহকারি পরিচালকের সাথে কথা বলার জন্য বলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র