শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরার উপকুলীয় অঞ্চলে লবণাক্ততায় মারা যাচ্ছে বোরো ধানের চারা

সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে ফসলি জমিতে বোরো চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। ধানের চারা রোপণ করার পর তা শুকিয়ে মরে যাচ্ছে। এমনকি কোনো কোনো কৃষক দু’তিন দফায় বোরো ধানের চারা রোপণ করেও বাঁচাতে পারছেন না।

এতে জেলার শ্যামনগর,দেবহাটা ও আশাশুনি উপজেলাতে চলতি মৌসুমে বোরো উৎপাদন কমে যেতে পারে বলে জানাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।

কৃষি বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন জনিত কারণে মৌসুমী বৃষ্টিপাত না হওয়ায় জেলার উপকূলীয় অঞ্চলের ফসলি জমির লবণাক্ততা বেড়ে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সাতক্ষীরার সাতটি উপজেলাতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৭৩৩ হেক্টর জমিতে। এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ২৩ হাজার ৬০০ হেক্টর, কলারোয়ায় ১২ হাজার ৭৭১ হেক্টর, তালায় ১৮ হাজার ৭১৭ হেক্টর, দেবহাটায় ৫ হাজার ৮৬০ হেক্টর, কালিগঞ্জে ৫ হাজার ২৯০ হেক্টর, আশাশুনিতে ৬ হাজার ৪৬৫ এবং শ্যামনগরে ২ হাজার ৩০ হেক্টর।

সূত্রটি আরো জানায়, চলতি মৌসুমের এ পর্যন্ত অর্জিত হয়েছে ৬৭ হাজার ৫১৫ হেক্টর পরিমাণ। গত মৌসুমে জেলায় বোরো আবাদ লক্ষ্য ছিলো ৭৩ হাজার ৪২০ হেক্টর জমিতে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোসলেম আলী জানান, চলতি মৌসুমে অন্যের ৬ বিঘা জমি লিজ নিয়ে বোরো চাষ করেছেন। কিন্ত জমিতে অতিমাত্রায় লবণাক্ততা বেড়ে যাওয়ায় বোরো ধানের চারা রোপণ করার ১০ থেকে ১২ দিনের মধ্যে এসব চারা শুকিয়ে মরে যাচ্ছে। এতে করে ৬ বিঘা জমির বোরো বীজতলা, চারা রোপণ, সেচ এবং সার-কীটনাশক ব্যবহার করে এ পর্যন্ত ৫৫ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়ে গেছে। কিন্তু ক্ষেতের চারার যে অবস্থা তা সমুদয় খরচ লোকসানে পরিণত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তিনি।

দেবহাটা উপজেলার কৃষক আব্দুল হাকিম জানান, চলতি মৌসুমে ৪ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। গেল বছর একই পরিমাণ জমিতে বোরো চাষ করে উৎপাদন উঠিয়ে ২৫ হাজার টাকা লাভ হয়েছিলো তার। কিন্ত চলতি মৌসুমে জমিতে চারা রোপণ করে বাঁচাতে পারছেন না।

তিনি আরো বলেন, ৪ বিঘার মধ্যে অন্তত দেড় বিঘা পরিমাণ জমির বোরো চারা শুকিয়ে মারা গেছে। এতে তার প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা লোকসান হয়ে গেছে।
জেলার উপকূলীয় শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, মৌসুমী বৃষ্টিপাত না হওয়ার কারণে লবণাক্ততা বেড়ে পাশাপাশি হঠাৎ তাপমাত্রা ওঠানামা করছে। এতে চলতি মৌসুমে বোরো চাষে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, কিছু এলাকায় তীব্র শীত এবং লবণাক্ততা বেড়ে যাওয়ায় বোরো ধানের চারা নষ্ট হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। তবে এখনো অনেক সময় আছে সামনে চারা রোপণ করার। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

আশাশুনি উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ওলিউর রহমান জানান, লবণাক্ততা বেড়ে যাওয়ায় উপজেলার প্রতাবনগর, শ্রীউলা ও খাজরা ইউনিয়নে চলতি মৌসুমে বোরো উৎপাদন ব্যহত হচ্ছে। ইতিমধ্যে ওই তিনটি ইউনিয়নে বোরো ক্ষেতে চারা শুকিয়ে মরে যাচ্ছে।

তিনি আরো জানান, অন্য যেকোনো বছরের তুলনায় চলতি বছর ফসলি জমিতে লবণাক্ততা ব্যাপক হারে বেড়ে গেছে। ফলে বীজতলার পাশাপাশি রোপণকৃত চারা নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও কোথাও কৃষক একাধিকবার চারা রোপণ করেও বাঁচাতে পারেনি।

বর্তমানে আশাশুনির অধিকাংশ এলাকায় ১১ থেকে ১৪ ডিএস মাত্রায় লবণাক্ততা দেখা দিচ্ছে। যা ফসলের জন্য খুবই ক্ষতিকর বলে জানান ওই কৃষি কর্মকর্তা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস জানান, আবহাওয়া জনিত কারণে চলতি মৌসুমে জেলার কিছু এলাকায় বোরো চাষে ক্ষতি হচ্ছে।

তিনি বলেন, কখনো তীব্র শীত কখনো গরম আবার কখনো জমির লবণাক্ততা বাড়ছে। এতে শুধু বোরো আবাদে নয়, অন্যান্য ফসলেরও ক্ষতির কারণ হচ্ছে। তবে যে এলাকায় বোরো বীজতলা বা চারা মরে যাচ্ছে সেসব এলাকার কৃষি কর্মকর্তারা কৃষকদের নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা