মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় সাড়ে সাত কি.মি রাস্তার দু’ধারে ৪৫০০ তাল বীজ রোপন

সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ও আলীপুর ইউনিয়নের ৭.২৫ কিলোটামিটার রাস্তার দুই ধারে ৪ হাজার ৬ শ তালবীজ রোপনের কাজ সম্পন্ন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা সামাজিক বন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশের পাঁচটি উপূকলীয় জেলায় বনায়ন শীর্ষক প্রকল্প আওতায় ওই তালবীজ রোপন করা হয়। সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নে ৪ কিলোমিটার ও আলীপুর ইউনিয়নে ৩.২৫ কিলোমিটার তালবীজ লাগানো হয়। অতি উপকারী এই গাছটি সার্বিক দিক বিবেচনা করে দেশে আরো বেশী করে তাল গাছ লাগনোর পরিকল্পনা নেয় সরকার। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলায় এবার প্রায় ১২ কিলোমিাটার তালগাছ লাগানো হয়েছে।

তালগাছ একটি বহুমুখী উৎপাদানশীল গাছ। তাল গাছ বজ্রপাত নিরোধ সহায়ক গাছ। এই গাছ থেকে জ্বালানী কাঠ পাওয়া যায়। রস পাওয়া যায় । যা প্রাকৃতিক মিঠা পানীয় হিসাবে পান করা যায়।রস জ্বালিয়ে গুড় পাওয়া যায়। তাল মিসরী তৈরী হয়।পরিপক্ষ ও অপরিপক্ষ তাল শ্মাশ অধিকাংশ মানুষের প্রিয়। তাল গুড় দিয়ে বাহারী আইটেমের পিঠা পুলি তৈরী করা হয়। তালপাতা দিয়ে বাঁশি ও হাতপাখা তৈরী হয়। বসার জন্য বিভিন্ন প্রকার চাটাই তৈরী হয়। তালকাঠ গৃহস্থলীর কাজেও ব্যবহার করা হয়। যা বহু মুল্যবান। তালপাতা গোড়ার অংশ (স্থানীয় ভাষায় বেগু বলা হয়) দিয়ে আঁশ (চোচ) বের করে ঘুনি তৈরী করা হয়। টুুপি তৈরী করা হয়। বিভিন্ন প্রকার খেলনা ও শোপিচ তৈরী করা যায় । তাল গাছের গুড়ি দিয়ে সিঙ্গল জলজ বাহনও তৈরী হয়।

সাতক্ষীরা সদরের আগরদাড়ী ইউনিয়নের কুচপুকুর, বাবুলিয়া ও বালিয়াডাঙ্গা এলাকায় মেঠো রাস্থার ধারে মোট ৪ কিলোমিটার দৈর্ঘ্যে ২৬শ’ তালবীজ রোপন করা হয়। সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ঘোনা ,মাহমুদপুর ও ভাড়ুখালী এবং কুলপুতা থেকে তালবেড়ী পর্যন্ত মোট ৩.২৫ কিলোমিটার রাস্থার দু পাশ্বে দুই হাজার তাল বীজ লাগানো সম্পন্ন হয়েছে। সম্প্রতি আলীপুর ইউনিয়েনের চেয়ারম্যান মোঃ মোস্থাফিজুর রহমান ছোট তালবীজ রোপন উদ্বোধন করেন। পর্যায়ক্রমে ৩.২৫ কিলোমিটার তালবীজ রোপন সোমবার শেষ করা হয়েছে। আলিপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন ,তালগাছ একটি বহু মুখী উপকারী গাছ। যা রাস্থার ধারে লাগালে ফসলের অনেক ক্ষতি কম করে। তিনি আরো জানান,তার ইউনিয়নে যে সমস্থ জায়গায় তাল গাছ লাগানোর সুযোগ আছে সে সমস্থ জায়গায় লাগনোর জন্য তিনি সহযোগিতা করবেন।

জেলা সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ জানান, তালগাছ একটি বহুমুখী উৎপাদলশীল গাছ। এই গাছ থেকে রস, গুড় ও কাঠসহ অনেক সুবিধা আমরা পাই। তাই তাল গাছ লাগালে আমরা অনেক উপকার ভোগ করতে পারব। গৃহস্থলী ও খাদ্যের উপকরন হিসাবে অনেক পন্য উৎপাদিত করতে সক্ষম হবো। তিনি আরো জানান, জনবল সংকটের কারনে আমরা গাছ লাগানোর স্থান নির্বাচন করতে অনেক কষ্ট সাধ্য হয়ে পড়ে। সাংবাদিক এম এ নেওয়াজ মিনাল নিজ উদ্যোগে অর্থ, শ্রম ও সময় ব্যয় করে আমাদের কাছে বিভিন্ন ইউনিয়নের তালগাছ লাগানোর মতো কিছু রাস্তার খসড়া তালিকা দেন। আমরা সেটা যাচাই করে সমর্থ অনুযায়ী প্রায় ৪ হাজার ৬ শ বীজ এবং ৭.২৫ কিলোমিটার তালবীজ তার তত্বাবধানে রোপন ইতোমধ্যে সুসম্পন্ন করেছি। আগামীতে আরো ১০ কিলোমিটার রাস্থার পাশে বিভিন্ন গাছ লাগানোর প্রস্তাব পেয়েছি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র