আরো খবর...
‘সাতক্ষীরা সংস্কৃতির টার্ণিং পয়েন্ট হবে নজরুল সম্মেলন’ : লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা জেলাকে সংস্কৃতির কেন্দ্রবিন্দু বিনির্মানে জাতীয় নজরুল সম্মেলন হবে টার্ণিং পয়েন্ট। ৪ থেকে ৬ সেপ্টম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নজরুল সম্মেলন সাতক্ষীরার নতুন প্রজন্ম থেকে শুরু করে করে আপামর সাতক্ষীরাবাসীর কাছে নজরুল চেতনা পৌছে দিতে অন্যরকম ভূমিকা রাখবে। সাতক্ষীরার মৌলবাদী সন্ত্রাসী রাজনৈতিক গোষ্ঠী কতৃক সন্ত্রাস খুনের ন্যাক্কারজনক ঘটনা দেশের মানুষের কাছে সাতক্ষীরাকে ভিন্ন চেহারায় যেভাবে উপস্থাপিত হয়েছিল সেই ইমেজ সংকট দুর করতে সহায়ক হবে এই জাতীয় নজরুল সম্মেলন। দেশের সব ক্রান্তিকালেই দেশের মানুষকে যেতে হয়েছে নজরুলের কাছে। এসম্মেলন সফল করতে সবাইকে প্রয়োজনীয় আন্তরিকতা দেখাতে হবে। জাতীয় নজরুল সম্মেলন সাতক্ষীরায় সফল করতে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্ততি সভায় এসব কথা বলেন জাতীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। সভায় সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক ভুঞা।
মো. আব্দুর রাজ্জাক ভুঞা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব সংগ্রামের সাহসী অনুপ্রেরণা ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বঙ্গবন্ধু কবি নজরুলকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসেন। জাতীয় কবির মর্যাদা দেন। চিকিৎসা করান।
রাজ্জাক ভুঞা আরও বলেন, একটি দেশের উন্নয়নের সূচক শুধু অর্থনৈতিক উন্নয়নেই নয়। সেই দেশের সাংস্কৃতিক উন্নয়নও জাতীয় উন্নয়নের একটি বড় মাপকাঠি। আর নজরুল চর্চায় চেতনার সুকুমারবৃত্তি ঘটে।
সামগ্রিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কবি নজরুল ইন্সটিটিউটের উপ-পরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
প্রস্ততিসভায় অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারি পুলিশ সুপার হুমায়ন কবির, সহকারি কমিশনার আমিনুল ইসলাম, তথ্য অফিসার মোজাম্মেল হক, প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্মাদক শরীফুল্লাহ কায়সার সুমন, সঙ্গীত শিল্পী মঞ্জুরুল হক, অধ্যাপক শুভ্র আহমেদ, শ্যামল সরকার, শামিমা পারভিন রতœা, মনিরুজ্জামান ছট্টু, প্রাণকৃষ্ণ সরকার, আব্দুল ওয়াহেদ, রফিকুল ইসলাম, সোহরাব হোসেন সবুজ, দীপক কুমার বিশ্বাস, সোহরাব হোসেন মনু প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, জাতীয় নজরুল সম্মেলন সফল করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে বাংলাদেশের প্রতিটি সাংস্কৃতিক অঙ্গনের দৃষ্টি সাতক্ষীরায় ফেরানো হবে। সম্মেলন উপলক্ষে ৫০জন সঙ্গীত শিল্পীকে ৫দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। দেয়া হবে সম্মানী। উদ্বোধনীতে বর্ণিল র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করবে। প্রদর্শিত হবে দুইটি আকর্ষণীয় তোরণ। কয়েকটি ভেন্যুতে হবে অনুষ্ঠান। মুল ভেন্যু হবে জেলা শিল্পকলা একাডেমি। এছাড়াও সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সরকালি বালক উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে হবে আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানান কর্মসূচি। এই অনুষ্ঠানের ধারাবাহিকতা থাকবে সাতটি উপজেলাতেই। প্রকাশ করা হবে স্বরণিকা, নিমন্ত্রণপত্র, পোস্টার, ফেস্টুন, ব্যানার, টি শার্টসহ বিভিন্ন প্রকাশনা থাকবে। জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে ৩ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন।
২ব্যক্তির কারাদন্ড, ১৫হাজার টাকা জরিমানা
সারাদেশের ন্যায় সাতক্ষীরাতে সড়ক ও পরিবহণ সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনা,সড়কের নিরাপত্তা বজায় রাখাসহ সড়ক দূর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে মোটরযানের উপর ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত রেখেছে জেলা প্রশাসন ও বিআরটিএ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মোটরযানের উপর পৃথক দু’টি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩টি মামলার বিপরীতে ১৫ হাজার টাকা জরিমানাসহ মোটরযানের আইন ভঙ্গের কারনে ২ ব্যক্তির ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। সাজাপ্রাপ্তরা হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মৃত হানেফ গাজীর ছেলে আব্দুস ছাত্তার ও একই এলাকার মধ্যকুল গ্রামের জোহর আলী গাজীর ছেলে মোঃ আলমগীর হোসেন।
বৃহস্পতিবার সকালে শহরের বাঁকাল ও বিকালে বিনেরপোতা এলাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি চালক, যাত্রি ও পথচারীদের উদ্দ্যেশ্যে সচেতনতা বৃদ্ধিমুলক পরামর্শ প্রদান করাসহ লিফলেট বিতারণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সমন্বয়ে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের বাকাঁল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আরিফ আদনান, শাম্মি আক্তার এবং বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ আমির হোসেনসহ সঙ্গীয় পুলিশের ফোর্সের উপস্থিতিতে মোবাইল কোর্টে মোটরযান আইনের ১৯৮৩ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে ৫ টি মামলারর বিপরীতে ৬ হাজার টাকা আদায় করা হয়।
অন্যদিকে একইদিন বিকালে শহরের বিনেরপোতা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সজল মোল্ল্যা ও বিআরটিএ’র সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ মোটরযান আইনের ১৯৮৩ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে মোট ৮টি মামলার বিপরীতে ৯ হাজার টাকা জরিমানাসহ ১৯৮৩ এর ১৩৮ ধারা ভঙ্গের কারনে আব্দুস ছাত্তার ও ১৫২ ধারা ভঙ্গের জন্য মোঃ আলমগীর হোসেনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সজল মোল্ল্যার আদালতে তিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে বিআরটিএ সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ জানান- বৃহস্পতিবার সকাল ও বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সজল মোল্লা,আরিফ আদনান, শাম্মি আক্তার ও বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ আমির হোসেনসহ সঙ্গীয় পুলিশের ফোর্সের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ১৩টি মামলার বিপরীতে ১৫ হাজার টাকা জরিমানা আদায়সহ দুই ব্যক্তির তিন দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন এ অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন