সম্পত্তি অবৈধভাবে দখলে নিতে না পারায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা সদরের লাবসায় রেকর্ডীয় সম্পত্তি অবৈধভাবে দখল করতে না পেরে মিথ্যা মামলা ও পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্টিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শহরের লাবসা গ্রামের মৃত. শেখ মছরুর আহমেদ এর ছেলে(অবসর প্রাপ্ত ডিজিএম উত্তর ব্যাংক লিমিটেড) শেখ আকিল আহমেদ।
লিখিত বক্তব্য বলা হয় বিগত ০৪/০৫/৯২ সালে লাবসা মৌজার খতিয়ান নং- ৬১১, খারিজ মতে ৬১১/১, এস এ৫২৪ দাগে ৭২৬৪ নং দলিলে ৯/৯/৯২ ইং কাজি আলী আহমেদ ২৭৩২ নং দলিলে ৪/৫/৯২ তারিখে আকলিমা খাতুনের ৮২৮৩ নং দলিলে ২৬/১০/৯২ তারিখে জলিলা খাতুনের ২৬৬৫ নং দলিলে ৩০/৪/৯২ তািরখে কাজি আলি হোসেনের কাছ থেকে ৫শতক মোট ২৭ শতক। এস এ ৫২৭ দাগে ২৭৩২ নং দলিলে ৪/৫/৯২ তারিখে আকলিমা খাতুনের দলিলে ১৩/৭/৯২ তারিখে আলি আহমদের দলিলে ২৩/৪/১৮ তারিখে আলি হোসেনের কাছ থেকে ১৪ শতক মোট ২৩ শতক এবং এস এ ৫২৫ দাগে ৯১৯৪ নং দলিলে ৭/১২/৯৬ তারিখে আলি হোসেন ও আলী আহমদের ৪৭৭৮ নং দলিলে ৩০/৬/৯৩ দাগে আলি হোসেনের কাছ থেকে সর্ব মোট ৬৩ শতক সম্পত্তি ক্রয় করি। যাহা হাল জরিপের পিন্টিং পর্চা ৮৩৫ নং খতিয়ানে রেকর্ড হয়েছে। উক্ত সম্পত্তি দীর্ঘ ২৭ বছর ধরে ভোগদখলে আছি। সম্প্রতি উক্ত জমি দখলের জন্য পায়াতারা শুরু করে একই এলাকার মৃত. কাজী আবুল আহমেদের পুত্র কাজী আলী হোসেন ও মৃত ভাই আলী আহমেদের ওয়ারেশগণ। এর জের ধরে বিগত ০৪/০৪/২০১৭ তারিখে সাতক্ষীরা সিনিয়র সহকারী জজ আদালত, সাতক্ষীরাতে বাটোয়ারা মামলা দায়ের করে যার নং- দে ৬৮/১৭। যার বিচারিক কার্যক্রম চলমান। এদিকে মৃত কাজী আলী আহমেদের পুত্রগণ ৯/৪/১৭ তারিখে ৬১১/১/৪ খতিয়ানে ৫২৪, ৫২৫ ও ৫২৭ দাগে মোট ৪৮.৩৪ শতক জমির ভূয়া মিউটিশন করে। উক্ত মিউটিশনে বিরুদ্ধে আমি ৮২/২০১৬-১৭ (১৫০) ধারা মামলা করি। যাহা সহকারী কমিশনার, সাতক্ষীরা সদরের ভূমি আমার অনুকুলে রায় দেন। এছাড়া ৬১১ খতিয়ানে ৫২৬ দাগে ২৫ শতক পুুকুরের অর্ধেক ১২ শতক জমি ২৬৩১নং দলিলে বিগত ৭/৮/১৯২৯ সালে রেজি: কোবলা দলিল মূলে মনোয়ারা খাতুনের নামে হস্তান্তর করেন।
যাহা মনোয়ারা খাতুনের ওয়ারেশ নামে এস এ রেকর্ড প্রকাশিত হয় এবং তাদের নামে চিহ্নিত দখল ও ভোগদখলে আছি। ওই ২৫ শতকের বাকী অর্ধেক ১৩ শতকসহ আমাদের নামে হাল খতিয়ানং নং ৫৪৭ এ ৩ শতক, ৬৮৪ তে ৪ শতক, ৫৩৯ দাগে ৪ শতক, ৮৬৬ দাগে ৩ শতক, ৩৬ নং খতিয়ানে ৭শতক, ৫৬৬ তে ৪শতক সর্ব মোট ২৫শতক রেকর্ড হয় এবং আমরা ভোগদখলে আছি এবং ১৯২৪ বাংলা সাল পর্যন্ত খাজনাদি পরিশোধ করা আছে। তাছাড়া উক্তরোক্ত বাকী ১২ শতক জমি ১০/০৪/ ২০১৭ তারিখে পুনরায় ভুয়া মিউটেশন করে উলে¬খিত ব্যক্তিরা। উক্ত মিউটেশনের বিরুদ্ধে ৭৮/১৬-১৭ নং মামলা করি। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি)সাতক্ষীরা সদর মামলায় তদন্তপূর্বক আমাদের অনুকুলে রায় দেন। ৫২৭ দাগে শেখ মতলুব আহমেদ ১৯৫০ নং কোবলা দলিলে তাং- ২৩/০২/১৯৮২ সালে ৫ শতক জমি দলিল নং ৪৪১৫, ১৯/৪/১৯৮২ তারিখে ৩ শতক, ১২৬৩৬ নং দলিলে ২৭১২৮২ তারিখে ১শতক সর্বমোট ১০শতক জমি কাজী আলী হোসেনের নিকট হতে ক্রয় করেন এবং শেখ মোখলেছ আহমেদ ১৭৯৭ নং দলিলে ৭/৩/৯৬ সালে সাড়ে সাত শতক জমি জলিলা খাতুনের নিকট হতে ক্রয় করে এবং ভোগদখলে আছে। কাজী আলী হোসেন ৫২৭ দাগের ১৪ শতক জমি ১৭৯৬ নং কোবলা দলিলে ৭/০৩/৯৬ তারিখে তার ভগ্নি জলিলা খাতুনের নিকট হতে ক্রয় করেন। জলিলা খাতুন উক্ত ১৪শতক সম্পত্তি ১৩/০৫/৬১ তারিখে ১৫৫৩ নং দলিলে তার ভ্রাতা কাজী আলী আহমেদের নিকট হতে ক্রয় করেন।
কাজী আলী হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি-১০৮৫/১৭ নং মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে সহকারী কমিশনার(ভূমি) সাতক্ষীরা সদর কে তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কান্তিলাল সরকার সরেজমিনে ও কাগজপত্র যাচাই পূর্বক তদন্ত রিপোর্ট প্রদান করেন। উক্ত সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান। যার নং- ৬৮/১৭। কোন ভাবে উক্ত সম্পত্তি দখল করতে না পেরে ২৪.০৩.২০১৮ তারিখে কাজী আলী হোসেন ও মৃত ভাই আলী আহমেদের ওয়ারেশগণ অবৈধভাবে আমার ভোগদখলীয় সম্পত্তিতে প্রবেশ করে সম্পত্তিতে লাগানো গাছ, গাছালি কেটে ফেলে এবং সীমানা প্রাচীর ভাংচুর করে গুড়িয়ে দেয়। এঘটনায় আমি সাতক্ষীরা সদর থানা একটি এজাহার দায়ের করি।
এব্যাপারে উক্ত সন্ত্রাসীদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন