বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সমাপনি পরীক্ষায় কলারোয়ায় ৪২৮৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১০০ ক্ষুদে শিক্ষার্থী

কলারোয়ায় শুরু হলো প্রাথমিক ও এবতেদায়ী (মাদ্রাসা) ছাত্র-ছাত্রীদের ৫ম শ্রেণির সমাপনি (পিএসসি) পরীক্ষা। কোমলমতি শিশুদের স্বতস্ফূর্ততায় শিক্ষা জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে উপজেলার পৃথক কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ১২টি ইউনিয়নের ১২টি কেন্দ্র ও পৌরসভার ১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৪২৮৪ জন। এর মধ্যে প্রাইমারিতে ৩৮৮৩জন। আর মাদরাসায় ৪০১জন। প্রাইমারিতে ছাত্র ১৮৩৭ ও ছাত্রী ২০৪৬জন। ১ম দিনের পরীক্ষায় প্রাইমারিতে অনুপস্থিত ছিলো ৪১জন পরীক্ষার্থী। মাদরাসার এবতেদায়ীতে ছাত্র ২২৭ জন ও ছাত্রী ১৭৪জন। এর মধ্যে অনুপস্থিত ছিলো ৫৯ জন। সবমিলিয়ে শিক্ষাজীবনের প্রথম বৃহৎ পরীক্ষাতেই অনুপস্থিত ১০০জন ক্ষুৃদে শিক্ষার্থী।

পার্শ্ববর্তী এলাকার ৯টি স্কুলের সমন্বয়ে উপজেলার চন্দনপুর হাইস্কুল কেন্দ্রে মোট পরীক্ষাথীর সংখ্যা ছিলো ৪০৩ জন। ছাত্র ১৬৪ জন, ছাত্রী ১৭৬ জন। এছাড়া ৪টি এবতেদায়ী মাদরাসার ছাত্র ২৬ জন, ছাত্রী ৩৭ জন। মোট অনুপস্থিত ছিলো ৭ জন।
কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, হল সুপার আরশাদ আলী, কেন্দ্র সচিব চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আনছার আলী কেন্দ্র পরিদর্শনকালে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান।

এদিকে, উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদরাসার ৩৪৪জন ক্ষুৃদে পরীক্ষার্থীর মধ্যে ৩৩৮জন বিএসএইচ সিংগা হাইস্কুল কেন্দ্রে অংশ নেয়। সেখানে অনুপস্থিত ৬জন। কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার ছিলেন সহকারী ইন্সপেক্টর সন্জয় কুমার রায়।

৯নং হেলাতলা ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদরাসার মোট ৩৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে কাজীরহাট কেএইচকে ইউনাইটেড হাইস্কুল কেন্দ্রে। অনুপস্থিত ছিলো ৫ জন। কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান।

১০নং কুশোডাংগা ইউনিয়নের ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি মাদরাসার ৩২৭জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৯জন পরীক্ষায় অংশ নেয় কুশোডাংগা হাইস্কুল কেন্দ্রে। অনুপস্থিত ছিলো ১৮ জন পরীক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার তাপস কুমার।

এছাড়া নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ছিলেন সচিবের দায়িত্বে এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ছিলেন হল সুপার ও সহকারী হল সুপারের দায়িত্বে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা