বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সংখ্যায় শহীদ আফ্রিদির যত রেকর্ড!

বুম বুম আফ্রিদি। আফ্রিদি মাঠে নামলেই গ্যালারিতে এরকম প্লেকার্ড ভেসে উঠে।
আর কারণটাও তার বিধ্বংসী ব্যাটিং। যতক্ষণ উইকেটে থাকেন ততক্ষণ তিনি বোলারদের জন্য মূর্তিমান আতঙ্ক।
সম্প্রতি ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে মঙ্গলবার রাতে হ্যাম্পশায়ারের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি করে শহীদ আফ্রিদি রেকর্ড গড়েছেন। ছুঁয়েছেন নতুন মাইলফলক।

৪২: আফ্রিদির ৪২ বলে সেঞ্চুরিটি টি-টোয়েন্টি ক্রিকেটে তার প্রথম তিন অঙ্ক ছোঁয়া ইনিংস। টি-টোয়েন্টিতে এটি পাকিস্তানি ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০১২ বিপিএলে বরিশাল বার্নার্সের হয়ে আহমেদ শেহজাদের ৪০ বলে সেঞ্চুরি সবচেয়ে দ্রুততম। আফ্রিদির সেঞ্চুরিটা ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে যৌথভাবে চতুর্থ দ্রুততম। আর সব মিলিয়ে যৌথভাবে দ্বাদশ দ্রুততম। ২০১৩ সালে ক্রিস গেইলের ৩০ বলে সেঞ্চুরি সবচেয়ে দ্রুততম।

২২২: টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পেতে আফ্রিদির লেগেছে ২২২ ইনিংস। টি-টোয়েন্টি ইতিহাসেই আর কারও প্রথম সেঞ্চুরি পেতে ২০০ বা এর বেশি ইনিংস লাগেনি। আগের রেকর্ড ছিল আরেক পাকিস্তানি উমর আকমলের (১৮৭ ইনিংস)। এরপর আছেন বিরাট কোহলি (১৮১ ইনিংস), আন্দ্রে রাসেল (১৮০ ইনিংস)। কালকেরটি ছিল আফ্রিদির ২৫৬তম টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচের হিসাবে প্রথম সেঞ্চুরি পেতে আর কেবল রাসেলের ২০০ এর বেশি ম্যাচ লেগেছিল (২১৮ ম্যাচ)।

৩৭: ৩৭ বছর ১৭৪ দিন, টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পেতে সবচেয়ে বয়স্ক পাকিস্তানি এবং সব মিলিয়ে ষষ্ঠ বয়স্ক ব্যাটসম্যান আফ্রিদি। সব মিলিয়ে রেকর্ডটা পল কলিংউডের (৪১ বছর ৬৫ দিন), আফ্রিদির চেয়ে বয়স্ক অন্য চারজন- সনাৎ জয়াসুরিয়া (৩৮ বছর ৩১৯ দিন), গ্রায়েম হিক (৩৮ বছর ৪৩ দিন), শাইমান আনোয়ার (৩৮ বছর ৩০ দিন) এবং শচীন টেন্ডুলকার (৩৭ বছর ৩৬৫ দিন)।

২০: আফ্রিদির ওপেনার সঙ্গী ক্যালভিন ডিকসনের বয়স ২০ বছর, তিনি জন্মেছিলেন ১৯৯৬ সালের নভেম্বরে, আফ্রিদির আন্তর্জাতিক অভিষেকের এক মাস পর!

১৭৬.০৫: টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে আফ্রিদির স্ট্রাইক রেট এটি, যা এই ফরম্যাটে কমপক্ষে ৫০০ রান করা ওপেনারদের মধ্যে সর্বোচ্চ। আফ্রিদি তার ক্যারিয়ারের ২২২ ইনিংসের মধ্যে মাত্র ২১টিতে ওপেনার হিসেবে ব্যাট করেছেন। এই ২১ ইনিংসে ৩০৯ বলে তার রান ৫৪৪, স্ট্রাইক রেট ১৭৬.০৫। দ্বিতীয় সর্বোচ্চ লুক রনকির (১৭১.০৩ স্ট্রাইক রেটে ৭৪৪ রান)। টি-টোয়েন্টিতে আফ্রিদির ১০ ফিফটি-প্লাস ইনিংসের পাঁচটি এসেছে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে।

৯৮১: ইংল্যান্ডে আফ্রিদির টি-টোয়েন্টি রান এটি, যা কোনো দেশে আফ্রিদির সর্বোচ্চ। পাকিস্তানে তার রান ৭৩৪, আরব আমিরাতে ৫৭৮। এই ফরম্যাটে আফ্রিদির আগের সর্বোচ্চ ইনিংস ছিল ৮০। সেটিও হ্যাম্পশায়ারের হয়ে, ২০১১ সালের সেমিফাইনালে সমারসেটের বিপক্ষে। তার ১০ ফিফটি-প্লাস ইনিংসের ৪টিই ইংল্যান্ডে, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটিসহ।

২০: আফ্রিদি ফিফটি ছুঁয়েছেন ২০ বলে, যার তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্রুততম ফিফটি। পেছনে পড়েছে এ বছরের শুরুতে পিএসএলে পেশোয়ার জালমির হয়ে করাচি কিংসের বিপক্ষে ২৭ বলে ফিফটি।

১৮: এবারের ন্যাটওয়েস্ট ব্লাস্টে আগের সাত ইনিংসে আফ্রিদির সর্বোচ্চ রান ছিল ১৮, মোট ৫০। কাল এক ইনিংসেই করলেন এর দ্বিগুণ!

৪: ইংল্যান্ডে আফ্রিদির ৪ টি-টোয়েন্টি ফিফটি-প্লাস ইনিংসের সবগুলোই নকআউট পর্বে। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের ১০১ ছাড়া তিনি ২০১১ সেমিফাইনালে হ্যাম্পশায়ারের হয়ে করেছিলেন ৮০ এবং অন্য দুটি ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে।

২০৫: টি-টোয়েন্টিতে আফ্রিদির ছক্কার সংখ্যা এটি, যা পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। মঙ্গলবার প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ ছক্কার মাইলফলক ছোঁয়া আফ্রিদি তার ১০১ রানের ইনিংসে ৭টি ছক্কা হাঁকান। এদিন তিনি সব ফরম্যাট মিলিয়ে ৮০০ ছক্কার মাইলফলকও পেরিয়েছেন- প্রথম শ্রেণির ক্রিকেটে তার ছক্কা ১১৫, লিস্ট ‘এ’ ম্যাচে ৪৮১, আর টি-টোয়েন্টিতে ২০৫টি= ৮০১।

২৭: আফ্রিদি কাল ১০১ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৭তম ম্যাচসেরার পুরস্কার। টি-টোয়েন্টিতে আফ্রিদির চেয়ে বেশি ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন কেবল তিনজন- ক্রিস গেইল (৪৮), ডেভিড ওয়ার্নার ও লুক রাইট (২৮)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!