মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘শুরু না হতেই শেষ‘ কলারোয়ায় যুব দিবসের র‌্যালী, ক্ষোভ প্রকাশ

‘শুরু না হতেই শেষ’ হলো কলারোয়ায় যুব দিবসের র‌্যালী। ক্ষোভ প্রকাশ করা হয়েছে ওই ঘটনায়।

র‌্যালীতে বেশিসংখ্যক লোক না যাওয়ায় ক্ষোভে বহি:প্রকাশ ঘটে র‌্যালী বানচাল হলো পথিমধ্যেই। কলারোয়ায় জাতীয় যুব দিবসের র‌্যালীতে এমনই ঘটনা পরিলক্ষিত হয়।

দিবসটি উপলক্ষ্যে বুধবার আলোচনা অনুষ্ঠানের পূর্বে র‌্যালী বের হয় উপজেলা পরিষদ চত্বর থেকে। প্রায় ১’শ গজ অদূরে শহীদ মিনার মোড় আসতে না আসতেই র‌্যালীর সম্মুখভাগে কিছু সংখ্যক নেতৃবৃন্দ ছাড়া পিছনে ফাঁকা হয়ে যায়। এসময় র‌্যালী দাড়িয়ে যায়। সামনে থেকে উচ্চস্বরে যুব উন্নয়ন অফিসারকে বলা হয় যে, মাইকে বলতে লোক আসার জন্য। কিন্তু তাতেও কাজ না হওয়ায় সেখানেই র‌্যালী শেষ করে ফিরে যায় উপজেলা অডিটোরিয়ামে। -এমনই চিত্র ফুটে ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা ও অতিথিবৃন্দ। আলোচনা সভায় কয়েক জনের বক্তব্যেও এমন ক্ষোভ ও তিরষ্কারের সুর চলে আসে।

যুব দিবসের অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত কয়েকজন এমনই চিত্র তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। ছবি, ভিডিও ফুটেজ ও ভয়েস রেকর্ড সংরক্ষণ করে ক্ষোভের চিত্র ও র‌্যালী ‘শুরু না হতেই শেষ’ করার প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন প্রত্যক্ষদর্শীরা।

তারা জানান- জাতীয় যুব দিবস ২০১৭ দেশব্যাপী পালিত হলো ০১ নভেম্বর। কিন্তু কলারোয়া উপজেলায় জাতীয় যুব দিবস হলো জাতীয় লজ্জার ঘটনায়। ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় আবেদন করা কলারোয়া উপজেলার ২২০০ যুবক-যুবতী যথারীতি উপজেলা অডিটোরিয়ামের সামনে উপস্থিত ছিল। মাইকিং করা হচ্ছে বারংবার র‌্যালীতে অংশ গ্রহন করার জন্য। কিন্তু সাড়া না পেয়ে ৩০/৪০ জনকে সাথে নিয়ে শুরু হলো র‌্যালী। ওই র‌্যালীতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি

র‌্যালীতে পিছনে লোক না থাকায় ক্ষোভ প্রকাশের খন্ড চিত্র।

তালা-কলরোয়ার সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনসহ অন্যরা। ১০০ গজ যেতে না যেতেই দেখা গেল র‌্যালিটির সামনের কিছু সংখ্যক ব্যাতীত পিছনে জনশুন্য হয়ে গেছে। রাগে এবং ক্ষোভে শহীদ মিনার সংলগ্ন রাস্তার মোড়ে দাড়িয়ে যায় কর্মকর্তারা। আবারও মাইকে আহবান করা হচ্ছে র‌্যালীতে যোগদান করার জন্য। দূ:খজনক হলেও সত্য যে, বারংবার ডাকা সত্বেও কেউ সাড়া না দেয়ায় র‌্যালী অসমাপ্ত রেখে সেখান থেকেই ঘুরে উপজেলা চত্বরে ফিরে আসে।
এ ঘটনার পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার একপর্যায়ে কয়েকজন বক্তাও উপস্থিত যুবক-যুবতীদের প্রতি ক্ষোভ ও দু:খ প্রকাশ করেন র‌্যালীতে অংশ গ্রহন না করার জন্য।

র‌্যালী শুরুর প্রাক্কালেই ফটো সেশনের অভিপ্রায়ে সামনে কিছু সংখ্যক ব্যাতীত পিছনে জনশুন্য হয়ে পড়ে।

র‌্যালী শুরুর প্রাক্কালেই ফটো সেশনের অভিপ্রায়ে সামনে কিছু সংখ্যক ব্যাতীত পিছনে জনশুন্য হয়ে পড়ে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা