সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

উপজেলা নির্বাচন ’১৯

শক্ত অবস্থানে কলারোয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা

জমে উঠছে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন। দিনভর প্রার্থী-সমর্থকদের নির্বাচনী কর্মযজ্ঞতায় মুখোরিত উপজেলাব্যাপী। নির্বাচনী প্রচার মাইকে ভালোলাগা-খারাপলাগার দোলাচলে জনগণ। পোস্টার, ব্যানারে শোভা পাচ্ছে ভোট চাওয়ার দাবিটুকু। সবমিলিয়ে আগামি ২৪মার্চের নির্বাচনে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে সবখানে।

তবে একই দলের দুই হেভিওয়েট প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় উচ্ছাসের পাশাপাশি উৎকন্ঠা আর আতংকেও আছেন কেউ কেউ।

উপজেলা আ.লীগের সভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও দলটির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু পরষ্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে। দলীয় নৌকা প্রতীক পেয়ে স্বপন আর স্বতন্ত্র আনারস প্রতীকে লাল্টু চষে বেড়াচ্ছেন উপজেলার এ প্রান্ত থেকে ওই প্রান্তে। তৈরি হয়েছে প্রকাশ্য গ্রুপিং ও ধারা। দুই ধারায় বিভক্ত হয়ে দু’নেতার ছত্রছায়া চলে গেছেন স্থানীয় আ.লীগের সক্রিয় বেশিরভাগ নেতাকর্মীরা। নির্বাচনী মাঠে ক্ষমতাসীন এ দলটির উপজেলার শীর্ষ দু’নেতার দলীয় প্রভাবে অনেক প্রান্তিক নেতাকর্মীরা মাঝেমধ্যেই বিব্রত ও কোনঠাসা হয়ে পড়ছেন। একেক অঞ্চলে দু’গ্রুপের গুটি কয়েক ব্যক্তিদের কারণে দুই প্রার্থীর ইতিবাচক অর্জনও অনেকসময় মলিন হয়ে পড়েছে। অস্তিত্ব টেকানোর স্বার্থে ও নিজের অবস্থান আরো সুসংহত করতে ‘কোন ছাড় নেই’- মনোভাবে চেয়ারম্যান প্রার্থীদ্বয় নিজের অবস্থান শক্ত করতে শেষ পর্যন্ত লড়ছেন বলে তাদের সমর্থকরা জানিয়েছেন। সমর্থকরাও রয়েছেন মুখোমুখি অবস্থানে।

ফাইল ছবি

সরকারদলীয় হওয়ায় ‘ক্ষমতা আর প্রশাসনিক সুবিধা’ দুই প্রার্থীই সমান দাবিদার ধরে নিয়ে কলারোয়ায় এবার নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহন হবে বলে মনে করছেন অনেকে। সেক্ষেত্রে উপজেলার আ.লীগ ঘরনার ভোটগুলো দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভাগ হয়ে যাবে। অঞ্চল ভেদে সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে আওয়ামীঘরনার বাইরের ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করানোটাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল। দুই প্রার্থীর কর্মীরা সেটা নিয়েও ব্যতিব্যস্ত। এক্ষেত্রেও অঞ্চলভেদে সেই চ্যালেঞ্জ জয় করে যে প্রার্থী বেশি ভোটার ভোটকেন্দ্রে আনতে পারবেন সেই প্রার্থীর জয়ের সম্ভাবনা দৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে।

ফাইল ছবি

এদিকে, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ইতোমধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। উপজেলার কামারালী ও ভাদিয়ালীতে দু’গ্রুপের মারামারিতে উভয়পক্ষের ৬জন আহত হয়েছে। বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি হুমকিধামকির খবরও পাওয়া যাচ্ছে। নির্বাচনে ভোটগ্রহনের দিন ২৪মার্চের আগে ও পরে এমন অবস্থা থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। পুলিশকেও ছুটছে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। অনেক পুলিশ সদস্যরাও অনেক সময় বিব্রতের মধ্যে পড়ছেন। দু’গ্রুপের মারামারি ঠেকাতে কিংবা যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যদের লাঠি হাতে নিয়ে পায়ে হেটে মহড়া দিতেও দেখা যাচ্ছে।

উপজেলার সাধারণ ভোটার ও প্রান্তিক পর্যায়ের সাধারণ আওয়ামীঘরনার ভোটারদের প্রত্যাশা- সকলে মিলে শান্তির জনপদ কলারোয়াকে অশান্ত না করি। নির্বাচনে যেই জিতুক তিনি যেনো কলারোয়াকে শান্তি-সমৃদ্ধির উপজেলা তৈরি করতে প্রয়াস চালান। যেখানে থাকবে না- রাজনৈতিক হানাহানি, মানুষকে হয়রানী, দালালী-বাটপারী, একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, স্বজনপ্রীতি, দখল-টেন্ডারবাজী, মাদক-সন্ত্রাস ইত্যাদি। শুধুই থাকবে- সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, সম্মান দেখানোর মানসিকতা, সুশাসন, জবাবদিহিতা, নিয়মনীতি, সকল দিকের ইতিবাচক মনোভাব ইত্যাদি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা