মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

লবণাক্ত এলাকায় ধান চাষে করণীয় শীর্ষক প্রশিক্ষণ

বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পন্ন সরিষার জাত সমূহের পরিচিতি আধুনিক চাষাবাদ কলাকৌশল এবং লবণাক্ত এলাকায় ধান চাষে করণীয় শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০২ নভেম্বর) সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের আয়োজনে এবং জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ড (সিসিটিএফ)’র সহযোগিতায় সাতক্ষীরা বিনা উপকেন্দ্রের ট্রেনিং হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিং মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক কান্তি পাল।

এসময় তিনি বলেন, ‘কৃষি ও কৃষকের কল্যাণে বর্তমান সরকার ব্যাপক কাজ করছে। কোন অনাবাদী জমি যেন পড়ে না থাকে সেজন্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের নতুন নতুন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করতে বলেছেন। সার বীজ সহায়তা কৃষককে চাষাবাদে উদ্বূর্দ্ধ করছে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা সিএসও এবং প্রধান ড. মির্জা মোফাজ্জল ইসলাম, উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা সিএসও ড. মো. আব্দুল মালেক, সিসিটিএ প্রকল্প পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন কোষ বিনা এসএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, কৃষি গবেষণা কেন্দ্র সাতক্ষীরা বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহম্মেদ ফকির প্রমুখ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আরাফাত তপু, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ফার্ম ম্যানেজার মো. আতিকুল ইসলাম ও উপসহকারি কৃষি অফিসার কিরণ¥য় সরকারসহ প্রশিক্ষণে উপসহকারি কৃষি অফিসার ও কৃষক/কৃষাণী মোট ৯০ জন অংশগ্রহণ করেন।

এসময় বিনা ৯ ও ৪ জাতের সরিষা ৬৫ জন কৃষকদের মাঝে ৬৫ কেজি বিনা সরিষা বিনামূল্যে প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরায় থ্রেসিং ফ্লোর কমপ্লেক্স উদ্বোধন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিং মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।

অপরদিকে প্রধান অতিথি হিসেবে ফিল্ড লাইসিমিটার উদ্বোধন করেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক কান্তি পাল।

অনুষ্ঠান পরিচালনা করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র