যে সমীকরণ মিললে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে মেসিরা
রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই পুরো বিশ্বের চোখ বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দিকে। কিন্তু চলতি আসরে জাতীয় দলের জার্সিতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ তিনি। সেই সাথে পুরোপুরি এলোমেলো টিম আর্জেন্টিনাও।
সবশেষ ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে মেসির দল। এই জয়ের মধ্য দিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কা উঁকি দিচ্ছে মেসিদের।
কিন্তু এখনই হতশায় হারিয়ে যেতে চান না আর্জেন্টিনার সমর্থকরা। গোল করবেন মেসি, আর জয়ে ফিরবে আর্জেন্টিনা৷ ভক্তরা এমনই প্রার্থনা করছেন। তবে মেসিদের দ্বিতীয় রাউন্ডে উঠার ক্ষেত্রে কিছু হিসাব-নিকাশের ব্যাপার রয়েছে।
আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়াকে জিততে হবে (অথবা এই ম্যাচটি ড্র হতে হবে)। আবার নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে অবশ্যই জয় পেতে হবে।
অপরদিকে, আইসল্যান্ডকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র বা পরাজিত হতে হবে। তাহলে আর্জেন্টিনার সামনে সুযোগ আসবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার।
৪৪ বছর পর এমন লজ্জায় আর্জেন্টিনা
রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। সমর্থকদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক আর নানা সমালোচনা। অন্যদিকে, বিশ্বকাপের চলতি আসরে অঘটনের শেষ নেই। একের পর এক হোঁচট খাচ্ছে বড় দলগুলো। যার মধ্যে অন্যতম ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনার ৩-০ গোলে হেরে যাওয়া। গতবারের রানার্সআপদের এখন গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কেবল জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপসঙ্গীদের ম্যাচের ফলের দিকেও।
এদিকে ইতিহাস বলছে, ১৬ বছর পর গ্রুপপর্বে হারল আর্জেন্টিনা। ২০০২ সালে গ্রুপপর্বের ম্যাচে আর্জেন্টিনা সবশেষ হেরেছিল। সেটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেবার একটি করে হার-ড্র-জয়ে গ্রুপপর্ব থেকেই ছিটকে গিয়েছিল টিম আর্জেন্টিনা।
অন্যদিকে ইতিহাসের পাতা থেকে জানা যায়, প্রথম দুই ম্যাচে জয় না পাওয়ার এই ঘটনা আর্জেন্টিনাকে টেনে নিয়ে যাচ্ছে ৪৪ বছর আগে। সবশেষ ১৯৭৪ সালে আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে জিততে পারেনি। মানে, রাশিয়া বিশ্বকাপের আগে ১০টি বিশ্বকাপে এমন লজ্জায় পড়েনি দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারেনি আসরের অন্যতম ফেভারিট মেসির দল। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র, পরের ম্যাচে ক্রোয়েটদের সঙ্গে লজ্জার হার। তাই শেষ ম্যাচে নাইজেরিয়ার অনেকটা ব্যাকফুটে থেকেই মাঠে নামবে আর্জেন্টিনা।
লজ্জাজনক হারের কারণ জানালেন আর্জেন্টিনা কোচ
রাশিয়া বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবে পা রাখা আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শুরুতেই ধাক্কা খায়। দ্বিতীয় ম্যাচে তা আরও হতাশার ও ভয়াবহ। ক্রোয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ থেকেই বাদ পড়ার শঙ্কায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ মাঠে নেমেছিল, তা ব্যাপক বেখাপ্পা ছিল। পাওলো দিবালার অস্ত্রকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। ছিলেন না অ্যাঞ্জেল ডি মারিয়া। তার জায়গায় যাকে খেলানোর গুঞ্জন ছিল, সেই ক্রিস্টিয়ান পাভনকে নামানো হয়নি। ডিফেন্স, মাঝমাঠ সব অগোছালো ছিল। এছাড়া দলে রয়েছেন লিওনেল মেসির মতো ফুটবলার। অথচ তাকে খুজেঁ পাওয়া যাচ্ছে না। খুজেঁ পাওয়া যাবে কী করে? মিডফিল্ড থেকে তো বলই সরবরাহ পাননি তিনি। ফলে ৩-০ গোলের লজ্জাজনক এ হারের সব দায় মাথা পেতে নিয়ে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।
তিনি বলেছেন, আমার সব সিদ্ধান্তই ভুল ছিল। পরাজয়ের তিক্ত যন্ত্রণা অনুভব করছি। এমন পরিস্থিতির জন্য আমিই দায়ী। আমরা এখনো দল হয়ে উঠতে পারিনি। কোনো জায়গায় কোনো সমন্বয় নেই। আমরা তাদের হারাতে চেয়েছিলাম। তবে প্রথম গোল হজমের সঙ্গে আমরা হেরে গেছি। কারণ, এরপর ছেলেরা মানসিকভাবে ভেঙে পড়েছিল।
তিনি বলেন, আমি ক্রোয়েশিয়াকে ঠিকমতো পড়তে পারিনি। কর্তা হিসেবে সব দায় আমাকে নিতে। কারণ হয়তো শিষ্যরা আমার রণকৌশল বুঝতে পারেনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে
কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা
কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন