সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আপত্তিকর ছবি তোলার অভিযোগে কলারোয়ার বিসিএস শিক্ষক ও ছাত্রী শ্যামনগরে আটক

মোবাইলে আপত্তিকর নগ্ন ছবি ধারণ করার অভিযোগে কলারোয়ার দুই প্রতারক নারী ও পুরুষকে শ্যামনগরে আটক করেছে পুলিশ। ওই ঘটনায় মামলা হয়েছে। আটকদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিদেশি উন্নয়ন সংস্থা- ইউএনডিপি’তে চাকরি দেয়ার নাম করে কলোরোয়ার একটি বেসরকারি কলেজের ৪ ছাত্রীর মেডিকেলের নামে জোরপূর্বক নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগে প্রতারক ওই দুই ব্যক্তিকে আটক করে শ্যামনগর থানা পুলিশ।

আটককৃতরা হলো- কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে মৃত হারেজ উদ্দীন মোল্যার পুত্র রফিকুল ইসলাম মোল্যা (৫০) ও একই এলাকার নজরুল ইসলাম গাইনের মেয়ে শ্যামলী খাতুন (২২)।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগরের মুন্সিগঞ্জ বন অফিসের পাশ থেকে পুলিশের একটি দল তাদের আটক করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন- এ ঘটনায় এক শিক্ষার্থী শ্যামনগর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা (নং-৩০) দায়ের করেছে। এ মামলায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়- নিজেকে ইউএনডিপি সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে আটক রফিকুল ইসলাম তার সহযোগি শ্যামলির মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে ওই সংস্থায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে কলারোয়ার একটি বেসরকারি কলেজের ৪ ছাত্রীকে ম্যানেজ করে। পরবর্তীতে গত বুধবার (২০ ফেব্রুয়ারী) সংস্থায় ট্রেনিং-এর নাম করে তাদেরকে শ্যামনগর থানাধীন সুশীলন রিসোর্ট সেন্টারে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে প্রতারক রফিকুল ইসলাম ৪ছাত্রীকে রিসোর্ট সেন্টারে ৩০৩নং কক্ষে মেডিকেলের নামে জোরপূর্বক নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করে ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। ঘটনাটি ভুক্তভোগী এক শিক্ষার্থী ও মামলার বাদী কৌশলে শ্যামনগর থানাকে পরে অবহিত করলে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) পুলিশ ওই দুই প্রতারককে আটক করে। এসময় রফিকুলের কাছ থেকে নগ্ন ছবিসহ একটি আইফোন মোবাইল জব্দ করে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় শ্যামনগরের ওসি হাবিল হোসেন আরো জানান- আটককৃতরা প্রথমে নিজেদের চাচা-ভাতিজা পরিচয় দিলেও সেটা সঠিক নয় বলে জানা গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কলারোয়ার হিজলদীর স্থানীয় সূত্র জানায়- আটক শ্যামলী সাতক্ষীরার একটি কলেজে পড়াশুনা করতো। পাশাপাশি নার্সের ট্রেনিং নিচ্ছিলেন তিনি। ফলে সে বাড়িতে থাকতো না। এ রিপোর্ট লেখার সময়ও শ্যামলীকে আটকের ঘটনাটি তার পিতাসহ অভিভাবকরা জানতেনই না। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তারাও বিষ্ময় প্রকাশ করেছেন।

আর বিসিএস (শিক্ষা) ক্যাডারের সরকারি চাকুরীজীবী রফিকুল ইসলাম মোল্যা বর্তমানে শিক্ষা অধিদপ্তরের ওএসডি। বছর দুয়েক আগে কলারোয়া সরকারি কলেজের জীববিদ্যা বিভাগের শিক্ষক ছিলেন। দীর্ঘদিন তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। বিএসএস শিক্ষা সমিতি, প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মীদের সহায়তায় সিঙ্গাপুরে একাধিকবার চিকিৎসা নিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা