বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মানুষের ভাগ্যোন্নয়নে নৌকায় ভোট দিন : এমপি রবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে জেলা মন্দির সমিতি ও প্রগতি এস.আর.সি.সি লিমিটেডের যৌথ আয়োজনে জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ তাদের স্ব-স্ব ধর্মের আচার অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করতে পারে। সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশানুযায়ী উন্নয়ন করবো ইনশাল্লাহ। সমৃদ্ধি ও অগ্রযাত্রার পথে এবং মানুষের ভাগ্যোন্নয়নে আবারও নৌকায় ভোট দিন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা হিন্দু বৈদ্য খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, গোষ্ট বিহারী মন্ডল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, প্রগতি এস.আর.সি.সি লিমিটেডের নির্বাহী পরিচালক প্রাণ নাথ দাস, জেলা শ্রমিক লীগের সহসভাপতি বিকাশ দাস, জেলা মন্দির সমিতির নিত্যানন্দ আমিন, ওয়াসিম কুমার সোনা, সন্দীপ ব্যাণার্জী প্রমুখ।

এসময় জেলা মন্দির সমিতি ও প্রগতি এস.আর.সি.সি লিমিটেডের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মালম্বী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানুষ স্বপ্রণোদিত হয়ে নৌকায় ভোট চাইছে : হকার্স লীগের অনুষ্ঠানে এমপি রবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে আওয়ামী হকার্সলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শাখার সভাপতি মো. বদিউজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন,‘দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়েছে। জামাত বিএনপিকে প্রত্যাখান করেছে। বাংলাদেশ আওয়ামীলীগকে নৌকা প্রতিকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে সর্বস্তরের জনতা স্বপ্রণোদিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়নের মার্কা নৌকায় ভোট চাইছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। জীবনের মায়া ত্যাগ করে সেদিন জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছিলাম। দেশের মানুষের এই ভালবাসায় নিজেকে একজন গর্বিত মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে ধন্য মনে করি। বাংলার সর্বস্তরের মানুষ উন্নয়ন ও শান্তির জন্য স্বপ্রণোদিত হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে নৌকায় ভোট চাইছে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, আওয়ামী হকার্সলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল গফ্ফার প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী হকার্সলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংঘঠনিক সম্পাদক মইফুল ইসলাম, ক্যাসিয়ার জমাত আলী, সদস্য রেজাউল ইসলাম, জব্বার, জামান, আজিম, ইমরান ও খলিলুর রহমান প্রমুখ।

এসময় আওয়ামী হকার্সলীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র