সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মরহুম অনীক স্মরণে জেলার বিভিন্ন এলাকায় দোয়া অনুষ্ঠিত

সাতক্ষীরা-১ আসনের এমপি’র ছেলে মরহুম অনীক আজিজের স্মরণে জেলার বিভিন্ন এলাকায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা রসুলপুর গোরস্থান সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ পুত্র অনীক আজিজের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের পিতা সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বক্তারা বলেন, অনিক মিষ্টি ভাষী ও সদাআলাপী চরিত্রের অধিকারী ছিলেন। সর্বদা ছোটদের স্নেহ ও গুরুজনদের সম্মান করতেন। সকল শ্রেণি পেশার মানুষ তাকে ভালবাসতেন। তার অকাল মৃত্যুতে আমাদের ব্যথিত করেছে। অনিকের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং পরিবারকে এই শোক সইবার শক্তির কামনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, প্রাক্তন মেয়র আলহাজ্ব এমএ আব্দুল জলিল, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম, সাধারণ সম্পাদক পিপি এড. ওসমান গনি, জেলা আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,নলকুড়া নাট্যগোষ্ঠির সভাপতি শেখ আলমগীর হোসেন,জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা সাহিত্য পরিষদের সম্পাদক শাহিদুর রহমান, এড. ফাহিমুল হক কিসলু, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, সহ মরহুমের আত্মীয় স্বজন, সহকর্মী এবং সকল রাজনৈতিক সামাজিক, ও মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। এ দিকে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার সকল জামে মসজিদে শুক্রবার জুম্মা নামাজ শেষে সাংসদ পুত্র প্রয়াত অনিক আজিজের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানে উপস্থিত থেকে মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তিনি সকলের কুশল বিনিময় করে একমাত্র ছেলে সদ্য প্রয়াত অনিক আজিজের জন্য দোয়া কামনা করেন।

কেন্দ্রীয় জামে মসজিদের এই দোয়া অনুষ্ঠানে শরিক হন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি শেখ তোজাম্মেল হোসেন মানিক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রঊফ, ওয়ার্কার্স পার্টির নেতা অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলি ও রবিউল আলম মল্লিক, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুর রহিম।

অপরদিকে কলারোয়া প্রেসক্লাবের সভাপতি, সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সিনিয়র সহ.সভাপতি অধ্যাপক কে এম আনিছু রহমান, সহ.সভাপতি শেখ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, দপ্তর ও প্রচার সম্পাদক সুজাউল হক, নির্বাহী সদস্য গোলাম রহমান, আব্দুর রহমান (দৈনিক সংবাদ ও পত্রদূত)।

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ বিপুল সংখ্যক মুসল্লিগণ। কলারোয়া উপজেলা পরিষদ জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে শরিক হন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। এছাড়া কলারোয়া থানা জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে শরিক হন উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী।

সাংসদ পুত্র প্রয়াত অনিক আজিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপজেলার সকল জামে মসজিদে অনুরূপ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। অন্য দিকে পাটকেলঘাটা থানার খলিষখালী, সরুলিয়া, ধানদিয়া, কুমিরা, নগরঘাটা ইউনিয়নের মসজিদগুলোতে এক যোগে প্রায়ত অনিক আজিজ (সাক্ষর) এর আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র