রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

প্রার্থীদের ক্ষোভ

ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনে পদ পেতে চলছে রফা-দফা!!

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে আর ভোটযুদ্ধ হচ্ছে না। ৯টি পদের বিপরীতে ৯টি মনোনয়নপত্রই বিক্রি হয়েছে। ১ অক্টোবর মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে একজন সরকারি কর্মাকর্তা দুপুরের আগেই ৯টি মনোনয়নপত্র কিনে নিয়ে যান। এর পর অজ্ঞাত কারণে আর কেউ মনোনয়নপত্র কিনতে যাননি বা আগ্রহ দেখাননি। ওই কর্মকর্তার কাছেই মনোনয়নপত্র গুলো বর্তমানে জমা রয়েছে।

হাইকমান্ড থেকে সিগন্যাল পেলেই ৯ জনের হাতে ৯টি মনোনয়নপত্র তুলে দেওয়া হবে বলে জানাগেছে। কে হবেন সেই ৯ ভাগ্যবান ব্যবসায়ীক নেতা? তা জানতে আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। নির্বাচনী তফশিল অনুযায়ী আগামী কাল ৩ অক্টোরব বিকাল ৪টায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়।

মনোনয়নপত্র বিক্রির পর এখন চলছে রফা-দফা। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে কত টাকা দিতে পারে তা নিয়ে গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে রিতিমতো শুরু হয়েছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ দরদাতাকে করা হবে সভাপতি ও সাধারণ সম্পাদক। এই নির্বাচনকে ঘিরে জেলাব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে- ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টে এ্যাসোসিয়েশন পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ম্যাকানিজমে জড়িত আছেন সাতক্ষীরার একজন সরকারি কর্মকর্তা, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ও শীর্ষ একজন ব্যবসায়ীক নেতা। তারা গতকাল থেকে দর তুলতে শুরু করেছেন। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে কতো টাকা দিতে পারেন সেই প্রতিযোগিতা এখন চলছে। এনিয়ে সাতক্ষীরা শহরে দফায় দফায় মিটিং, ইটিং ও সিটিং অব্যহত রয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টে এ্যাসোসিয়েশন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আব্দুল গফুর সরদার জানান, আগামী ২০ অক্টোরব নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফশিল অনুযায়ী ১ অক্টোবর ছিল মনোনয়নপত্র কেনার শেষ দিন। দুপুরের আগেই একজন কর্মকর্তা ৯টি মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর থেকে কিনে নিয়ে গেছেন। তবে তিনি ওই কর্মকর্তার নাম প্রকাশ করতে চাননি। তিনি বলেন, ওই ব্যক্তি ছাড়া আর কেউ মনোনয়নপত্র কিনতে আসেননি।

সূত্র জানায়, নির্বাচনে ১ জন সভাপতি, ১ জন সহ-সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, ১ জন বন্দর বিষয়ক সম্পাদক, ১ জন কাস্টমস্ বিষয়ক সম্পাদক ও ২ জন সদস্য ( সর্বমোট ৯ সদস্যের কমিটি ) নির্বাচিত হবেন। ভোটারের সংখ্যা ২৬০ জন।

ভোমরার স্থানীয় সিএন্ডএফ ব্যবসায়ীরা জানান- সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় ছিলো তারা হলেন- সভাপতি পদে কাজী নওশাদ দেলোয়ার রাজু ও আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নাসিম ও শাহিনুর ইসলাম শাহিন। এরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথেই কোন না কোন ভাবে জড়িত।

এছাড়া আরো কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেও তারা ‘মাল’ খরচের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। বিধায় তারা বর্তমানে ছিন-আউট।

প্রতিযোগিতার দৌড়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ওই চার প্রার্থীই এখনও মাঠে রয়েছেন। তারা লবিং, গ্রুপিং চালিয়ে যাচ্ছেন। এছাড়া অন্যান্য পদে নির্বাচন করতে আগ্রহীদের সংখ্যা ১২ থেকে ১৪ জন। নির্বাচন ম্যাকানিজমে যারা জড়িত তারা এসব আগ্রহী প্রার্থীকে কোন না কোন ভাবে আশা দিয়ে বলেছেন, আপনারা কমিটিতে থাকবেন, মনোনয়নপত্র কেনার দরকার নেই। সেই আশায় বুক বেঁধে আগ্রহী প্রার্থীরা আর মনোনয়নপত্র কিনতে যাননি। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বাদে বাকী পদ তো মাত্র ৭টি। তাহলে বাদ পড়ছেন কে কে? তা জানতে অপেক্ষা করতে হবে আরো একটা দিন।

একাধিক প্রার্থীর কাছে কয়েক দফায় ফোন করা হলে তাদের অনেকেই ফোন রিসিভ করেননি। দুই একজন ফোন রিসিভ করলেও নির্বাচন বিষয়ে কোন ভাবেই মুখ খুলতে রাজি হননি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র