মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ভালো উকিল ধরার পরামর্শ সমবায় মন্ত্রীর

যেসব জায়গায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রয়েছেন তাদের ক্ষমতাচ্যুত করতে ভালো উকিল ধরার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ পরামর্শ দেন মন্ত্রী।

এদিন বিকেল ৪টা ৪০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

প্রশ্নকর্তা মন্ত্রীকে বলেন, আমরা সংসদ সদস্যরা ৫ বছরের জন্য নির্বাচিত হই। আবার যে করেই হোক অন্তবর্তীকালীন সরকার হোক আর নির্বাচনের মাধ্যমে হই ক্ষমতা ছাড়তে হয়। কিন্তু স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা অনেকেই মেয়াদ শেষ হওয়ার পর মামলা করে দীর্ঘমেয়াদী ক্ষমতা দখল করে থাকেন। এ বিষয়ে কোন সমাধান হবে কি না?

জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রশ্নকর্তার কথাগুলো অত্যন্ত যুক্তিযুক্ত। স্থানীয় সরকারের প্রতিনিধিরা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। আইন মোতাবেকই তারা নির্দিষ্ট সময় তাদের দায়িত্ব পালন করবেন। তবে সর্বক্ষেত্রে এভাবে ঘটে না। কোন কোন সময় কেউ বিক্ষুদ্ধ হয়ে কোর্টে মামলা করেন, হাইকোর্টে রিট করেন, পরে হাইকোর্ট নির্বাচন স্থগিত করে দেন।

তিনি বলেন, হাইকোর্ট নির্বাচন স্থগিত করে দিলে আমাদের এই আদেশ ‘ভ্যাকেট’ (আদেশ স্থগিতাদেশ) করা ছাড়া আমাদের হাতে কোনো ব্যবস্থা নাই।

মন্ত্রী বলেন, প্রশ্নকর্তাকে অনুরোধ করবো যে যে জায়গায় বিধি নিষেধ আরোপ করা আছে। সেসব জায়গায় একটু চেষ্টা তদবির করে ভালো উকিল নিয়ে যদি মামলাটা চালান তাহলে ‘ভ্যাকেট’ করানো খুব একটা কষ্টকর হবে না। এ বিষয়ে আইনগত আর কিছু করার নাই, তবুও আমরা চেষ্টা করবো, চিন্তাভাবনা করে দেখব মামলা থেকে কীভাবে দূরে থাকা যায়।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী