ভালোবাসা দিবসে ফুলে ফুলে ভরপুর কলারোয়া
ফুলে ফুলে ভরপুর কলারোয়া। উপলক্ষ্য ‘বিশ্ব ভালোবাসা দিবস’। প্রিয়জনকে নুন্যতম একটি ফুল উপহার দেয়ার আনন্দের আকাঙ্খায় উদ্ভাসিত হতে দেখা যায় অনেককে। দিনভর তরুন-তরুণীরা ফুলের আচ্ছাদনে মেতে ছিলো, কারো হাতে ফুল, কারো বা মাথায় ফুলের মুকুট।
কলারোয়া বাজারে ফুলের একটি স্থায়ী দোকান থাকলেও ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে উপজেলা সদরে অনন্ত ১৪/১৫টি অস্থায়ী ও ভ্রাম্যমান ফুলের দোকান বসতে দেখা যায়। এছাড়া উপজেলার বিভিন্ন বাজারগুলোতে অনুরূপভাবে ভ্রাম্যমান বা অস্থায়ী ফুলের দোকানে ফুল বেচাকেনার হিড়িক পড়ে।
‘বিশ্ব ভালবাসা দিবস” বা “ভ্যালেন্টাইনস ডে” সারা বিশ্বের কোটি কোটি প্রেমিক যুগলের পরম কাঙ্খিত দিন। পৃথিবীতে যতগুলো বিশেষ দিবস রয়েছে তার মধ্যে তরুণ-তরুণীদের নিকট এই দিনটি অন্যরকম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ঋতুরাজ বসন্তের ১ম দিনের রেশ কাটতে না কাটতেই এই দিনটি আমাদের সামনে হাজির হলো। সারা বছর জুড়েই কল্পনার জগৎ সাজাতে থাকেন বিশেষ এই দিনটিকে ঘিরে।
বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে- সাজসজ্জায় পরিপাটি হয়ে প্রিয়জনের জন্য অন্যান্য বিভিন্ন উপহার সামগ্রির পাশাপাশি ফুল ছিলো বাধ্যতামূলক। ফুল দেয়া-নেয়ার কারণে ফুল কেনাবেচাও হয় হরহামেশা। স্বাভাবিকভাবেই কলারোয়ার ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে।
কলারোয়া ফুল ঘরের মালিক শেখ মোশারাফ হোসেন টিপু জানান- প্রতি পিচ গোলাপ বিক্রি করা হয়েছে ২৫/৩০টাকা, রজনিগন্ধার স্টিক ১০/১৫টাকা, ডালিয়া ১৫/২০টাকা। এ বছর গদখালী থেকে ফুল কিনে এনে সেটা ৪০/৪৫হাজার টাকার ব্যবসা করতে পারবেন বলে আশার করছেন। তিনি জানান- অন্যান্য বছরের তুলনায় এ বছর ফুলের দাম বেশি থাকায় চাহিদা একটু কম। ফুল ক্রয়ের আগ্রহ সব থেকে বেশি লক্ষ্য করা গেছে যবক ছেলেদের। তবে মেয়েরাও কিনছে।
সরেজমিনে দেখা গেছে, যুবক-যুবতীদের পাশাপাশি সন্তানের জন্য পিতা-মাতা বা স্বামি-স্ত্রী পরষ্পরকে ফুল দেয়ার জন্য ফুল কিনছেন, ফুল দিচ্ছেন। আবার কেউ কেউ উর্দ্ধতন কর্তৃপক্ষকেও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। সবমিলিয়ে ভালোবাসায় ফুলে ফুলে ভরপুর হতে দেখা যায় গোটা কলারোয়াকে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন