ঢাকায় মানববন্ধন
ভবদহ সমস্যা সমাধানে স্পিকারের কাছে স্মারকলিপি; পদক্ষেপ গ্রহণের আশ্বাস
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার সমাধানে আগামি ৩১ জানুয়ারির আগেই বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম-টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ ৫ দফা দাবিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। স্পিকার সমস্যা সমাধানে পানি সম্পদ মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ’র নেতৃত্বে বুধবার বিকেলে স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
তারা আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান ছাড়াও ভবদহ সমস্যার প্রকৃতচিত্র তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায়, আহবায়ক রনজিত বাওয়ালী ও সদস্য আব্দুল্লাহ-আল মুর্তজা।
সাক্ষাৎ শেষে সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ সাংবাদিকদের বলেন- ‘সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। ইতোমধ্যে সরকার কপোতাক্ষ ও ভৈরব নদ খনন প্রকল্প গ্রহণ করেছেন। ভবদহ সমস্যার সমাধানেও সরকার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু প্রকল্পটি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে গেছে। তাই এবিষয়ে স্পিকারের হস্তক্ষেপ চেয়েছি। স্পিকার অত্যন্ত আন্তরিক পরিবেশে সমস্যাগুলো জানার চেষ্টা করেছেন। তিনি সংকটে থাকা জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি বিল কপালিয়ায় টিআরএম প্রকল্প চালুসহ অন্যান্য বিষয়ে পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে আলোচনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।’
সংগ্রাম কমিটি উত্থাপিত স্মারকলিপিতে বিল কপালিয়ায় টিআরএম’র গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন, আমডাঙ্গা খাল সংস্কার, ভবদহ সুুইসগেটের ২১ ও ৯ ভেন্টের মাঝ দিয়ে সরাসরি নদী সংযোগ; হরিহর, আপারভদ্রা ও বুড়িভদ্রায় জরুরি ভিত্তিতে পুন:খনন, জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজে দুর্নীতির বিচার; এলাকার সব নদী-খাল পুনরুদ্ধার ও অবমুক্ত এবং পানি প্রবাহে প্রতিবন্ধক সকল পাটা, জাল, শেওলা অপসারণ; মানবিক বিপর্যয় রোধে খাদ্য-নিরাপত্তা ও চিকিৎসার দায়িত্ব গ্রহণ, ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা এবং অপরিকল্পিত ঘেরসহ পানি প্রবাহে সকল বাধা উচ্ছেদ করার দাবি জানানো হয়। একইসঙ্গে মৎস্য ঘের সংক্রান্ত একটি সরকারি নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন
সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন