বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বেসরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে নিষেধাজ্ঞা আসছে

বেসরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। উচ্চমাধ্যমিক কলেজের অধ্যক্ষ ও ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের একজন কর্মকর্তা সোমবার বিকেল এ বলেন, ‘গত ১২ জুন জারি করা বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮তে উচ্চমাধ্যমিক কলেজের অধ্যক্ষ ও ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নিয়োগের অভিজ্ঞতা ও যোগ্যতা দুই জায়গায় দুই রকমভাবে উল্লেখ করায় উক্ত পদগুলোতে নিয়োগে জটিলতা সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, নতুন নীতিমালাটি ১২ জুন থেকেই কার্যকর। কিন্তু নীতিমালা জারির কয়েকদিন পর নীতিমালার একটি পৃষ্ঠায় উপাধ্যক্ষ নিয়োগের যোগ্যতার বিষয়ে একটি সংশোধনী দেয়া হয় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে। অথচ মন্ত্রণালয়েরই অনেক কর্মকর্তা ওই সংশোধনী সম্পর্কে অবগত নন। এমতাবস্থায় মাঠ পর্যায়ে নীতিমালার সংস্করণ বাস্তবায়ন হবে তা নিয়ে জটিলতা রয়েছে।

তিনি আরো বলেন- এমপিও নীতিমালায় আরও সংশোধনের কাজ চলমান। এমতাবস্থায় সংশোধিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা জারি না হওয়া পর্যন্ত উচ্চমাধ্যমিক কলেজের অধ্যক্ষ ও ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নিয়োগের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা জারি করার অনুমতি চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে চিঠি দেয়ার প্রস্তুতি চলছে।

জানা যায়, নতুন নীতিমালার পরিশিষ্ট ‘ঘ’ অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য নিয়োগ-যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতনস্কেল নির্ধারণ করা হয়। উচ্চমাধ্যমিক কলেজের অধ্যক্ষ ও ডিগ্রি কলেজের উপাধ্যক্ষের বেতনগ্রেড-৫ অর্থাৎ ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা। এবং নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা সমান। কিন্তু পরিশিষ্ট “ঘ’-তে উচ্চমাধ্যমিক কলেজের অধ্যক্ষ ও ডিগ্রি কলেজের উপাধ্যক্ষের নিয়োগের অভিজ্ঞতা ও যোগ্যতা দুই জায়গায় দুই রকমভাবে উল্লেখ করায় উক্ত পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে।

এদিকে কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) কোর্সটিকে সাধারণ স্কুল ও কলেজের জন্য প্রযোজ্য এমপিও ও জনবল কাঠামো নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথা থাকলেও তা অজ্ঞাত কারণে হয়নি। কারিগরি বিভাগের সচিবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বিদেশ সফরে ছিলেন। খুব শিগগিরই বিএম কোর্সটিকে সাধারণ নীতিমালায় যুক্ত করে সংশোধনী প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী