বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বেনাপোলে কাস্টমস-পুলিশের দ্বন্দ্বে আরো একটি গেট সিলগালা

বেনাপোলে ঘুষ বানিজ্য নিয়ে কাস্টমস ও ইমিগ্রেশন পুলিশের হাতাহাতির ঘটনায় চেকপোস্টে কাস্টমস-ইমিগ্রেশন ভবনের আরো একটি গেট সিলগালা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ফলে ভবনে প্রবেশের দুটি গেটই বন্ধ হয়ে গেল।
এতে সাধারণ যাত্রীদের খুব একটা সমস্যা না হলেও ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী সৌহার্দ পরিবহন গুলোর যাত্রীদের দূর্ভোগ পেতে হচ্ছে।

দুই পক্ষের মধ্যে চলমান দ্বন্দ্বে এখনও চেকপোস্টে থমথমে অবস্থা চলছে। গেটটি চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনের রাজস্ব কর্মকর্তা নমিতা রানির সাক্ষরিত সিলগালা করা।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম ও বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার উপস্থিতিতে এই গেট সিলগালা করা হয় বলে জানা যায়। এছাড়া নিরাপত্তার সার্থে ইমিগ্রেশন ও কাস্টমস ভবনের মাঝ বরাবর লম্বা গ্রিল বসিয়ে যাতায়াত বন্ধ করার পরিকল্পনা কাস্টমসের রয়েছে বলে জানা যায়।

এর আগে গত রোববার (২৪ ডিসেম্বর) চেকপোস্ট ইমিগ্রেশন ভবনে প্রবেশের প্রধান ফটক সিলগালা করে তালা ঝুলিয়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ।

এদিকে কাস্টমস-ইমিগ্রেশন ভবনে প্রবেশের প্রধান দুটি গেট ই সিলগালা হওয়ায় সরাসরি ঢাকা-কলকাতা-আগরতলার মধ্যে যাতায়াতকারী সোহার্দ্য পরিবহনগুলোর যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রমে বিড়ম্বনা বেড়েছে।

ঢাকা-কলকাতা সোহার্দ পরিবহন গ্রীনলাইনের বেনাপোল শাখার ম্যানেজার নবীন কলারোয়া নিউজকে জানান, ১পরিবহনের যাত্রীরা এ দুটি গেট দিয়ে আগে যাতায়াত করতো। এখন সবগুলো গেট সবগুলো বন্ধ থাকায় যাত্রীদের মালামাল নিয়ে উল্টা নোম্যান্সল্যান্ড দিয়ে ঘুরে ইমিগ্রেশনে ঢুকতে হচ্ছে। আবার ওই পথে উল্টা বের হতে হচ্ছে। এতে সমস্যা দেখা দিচ্ছে। তিনি সংশিষ্ট কৃর্তৃপক্ষকে যাত্রী প্রবেশে বিকল্প স্থায়ী পথ তৈরীর দাবী জানান।’

জানা যায়, কাস্টমস ও ইমিগ্রেশন ভবনের প্রধান দুটি প্রবেশ দ্বারে দায়িত্বে থাকা ইমিগ্রেশন পুলিশ, কাস্টমস ও আনসার সদস্যরা ট্রাভেল ট্রাক্স ফাঁকির কার্যক্রমে সহযোগীতা করতেন। এছাড়া কেউ কেউ ভবনের মধ্যে ব্যক্তিগত ও সরকারী গাড়ি ঢুকিয়ে ওই গাড়িতে মালামাল পাচার করতেন বলেও অভিযোগ রয়েছে।
এসব কার্যক্রম বন্ধের জন্য উর্ধ্বতন কর্মকর্তারা একাধিক বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আর এসব নিয়েই কাস্টমস-পুলিশের এই দ্বন্দ্ব। অবশেষে তা প্রতিরোধে বাধ্য হয়ে দুটি গেটেই বন্ধ করে কাস্টমস।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান দুটি গেট সিলগালার বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘অনিয়ম বন্ধ আর শৃঙ্খলা ফেরাতে কাস্টমস কমিশনার স্যারের নির্দেশে গেট দুটিতে সিলগালা করা হয়েছে। সোহার্দ পরিবহনের যাত্রীরা নোম্যান্সল্যান্ড ঘুরে ও সাধারণ যাত্রীরা প্যাসেনজার টার্মিনাল হয়ে যাতায়াত করছেন বলে ও জানান তিনি।

কাস্টমস অফিসার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন জানান- দুই পক্ষের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিরসনে উধ্বর্তন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। এখন একটু দুর্ভোগ হলেও আগামী কয়েক মাসের মধ্যে বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস ও ইমিগ্রেশন ভবনকে যাত্রী সেবাই একটি মডেল হিসাবে তৈরীর পরিকল্পনা চলছেও বলে জানান তিনি।

এর আগে গত বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশি পাসপোর্ট যাত্রী শাখাওয়াত হোসেনসহ (পাসপোর্ট নং- বিএম-০৭০৫৭২০) তিনজন ভারত থেকে ফিরে ইমিগ্রেশন বের হওয়ার পথে কাস্টমস সদস্যরা সাথে থাকা কেনা-কাটার জন্য তাকে আটকে ঘুষ দাবি করে। পরে তিনি বিষয়টি ইমিগ্রেশন ওসির কাছে অভিযোগ জানান। এসময় ওসি কাস্টমস রাজস্ব কর্মকর্তাকে বিষয়টি জানালে, ওই রাজস্ব কর্মকর্তা যাত্রীকে লাঞ্চিত করে ও ওসিকে অপমান করেন। এতে ইমিগ্রেশনের অন্যান্য পুলিশ সদস্যরা প্রতিবাদ করলে কাস্টমস ও পুলিশের মধ্যে হাতাহাতি, ভবন ভাংচুরসহ অপ্রীতিকর ঘটনা ঘটে।
এ ঘটনায় যাত্রী কাস্টমসের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ এনে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করেন। আর কাস্টমস সদস্যরা অভিযুক্ত পুলিশের বিচারের দাবীতে বিভিন্ন কর্মসূচিও পালন করেন। অবশেষে বদলী হয় ইমিগ্রেশন ওসি ওমর শরীফের। আর কাস্টমসের কারো বিরুদ্ধে অভিযোগ আছে কিনা তদন্ত চলছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী