বিড়ি ভোক্তার ৭দফা দাবিতে শ্যামনগরে মানববন্ধন
বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শূল্ক প্রত্যাহার এবং ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্পৃ ঘোষনার দাবিতে বৃহত্তর রাজবাড়ী অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষের ব্যানারে অদ্য ০৮-০৫-২০১৯ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় সাতক্ষীরা-৪ আসনের মাননীয় এমপি এস,এম জগলুল হায়দারের বাসভবনের সামনে শ্যামনগর, সাতক্ষীরা বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এক বিশাল মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।
উক্ত মানব বন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া কুটির শিল্প তথা বিড়ি শিল্প বাপ দাদার আমল থেকে অদ্য বদি আমরা দেখেছি এবং এই বিড়ি ধুমপান করছি। প্রতি বছর বিড়ির দাম বৃদ্ধি করা হয় এবং আমরা যারা বিড়ি ধুমপান করি সবসময় আতংকে থাকি আবার কখন বেশী মূল্যে বিড়ি ধুম পান করতে হয়।
বক্তারা বলেন, মাননীয় অর্থমন্ত্রী গরিব ও মেহনতি মানুষ যে বিড়ি ধুমপান করে, প্রতি বছর বিড়ির কর বৃদ্ধি করে, বিড়ির দাম বাড়িয়ে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী বৃটিশ আমেরিকান কোম্পানীর সিগারেট ধুমপানে উৎসাহিত করছেন । অথচ বিগত কয়েক বছর ধরে বিএটির বেনসন সিগারেটের দাম না বাড়িয়ে আরো কমানোর ব্যবস্থা গ্রহন করেছেন। বক্তারা অর্থমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, ধনী মানুষেরা যা ধুমপান করে সেই সিগারেটের উপর প্রয়োজনে অতিরিক্ত কর বসিয়ে বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহার করতে হবে।
বক্তারা আরো বলেন, সাংবাদিক ও প্রশাসনের মাধ্যমে আমরা মাননীয় অর্থমন্ত্রীকে বলতে চাই, আপনি সিগারেটের দাম বৃদ্ধি করে বিড়ির উপর অর্পিত কর প্রত্যাহার করবেন এবং আমরা বিড়ি ধুমপায়িরা যা খেয়ে অভ্যস্ত তাহা যেন সব সময় সহজ ভাবে কম মূল্যে পাই তাহার ব্যবস্থা করবেন। বিড়ির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের প্রায় এক কোটি বিড়ি ধুমপায়ীর পক্ষে মানব বন্ধন কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন ভোক্তা পক্ষের সভাপতি মো:জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ আমজেদ হোসেন, সদস্য মোঃ আরিফ, ভবসিন্দু, গোপাল, প্রমূখ। মানববন্দন শেষে মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবরে ৭ দফা দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়।
বিড়ির উপর অর্পিত সকল কর প্রত্যাহার করা। ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষনা করা। বিদেশি সিগারেট বাংলাদেশে বন্ধ করা। বিড়ি শিল্পকে ধ্বংস করার পায়তারা বন্ধ করা। বিড়ি যেন কম মূল্যে পাওয়া যায় সে ব্যবস্থা বজায় রাখা। বাংলাদেশে সিগারেট যতদিন থাকবে, বিড়ি শিল্প ততদিন থাকবে। প্রতিবছর বাজেটে বিড়ি সিগারেটের কর বৈষম্য দূর করতে হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন