শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিশ্বের ৫০ ভাষায় ‍‍‘আমি তোমাকে ভালোবাসি’

১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। দিনটির প্রতীক্ষায় কত যে তরুণ-তরুণী ক্যালেন্ডারের পাতায় দাগ কেটেছেন। জমিয়ে রেখেছিলেন মনের না বলা কথাগুলো। আজ তো সেইদিন। মনের মানুষকে জানিয়ে দিতেই হবে কী তোলপাড় ভেতরে।

পরিকল্পনা যে শেষই হচ্ছে। প্রিয়জনকে খুশি করতে কেউ কিনছেন কার্ড, কেউ কাপ-পিরিচের ওপরে খোদাই করছেন ভালবাসার মানুষটির ছবি। লিখছেন ভালোবাসার সেই ছোট্ট কথাটি। সারপ্রাইজ দেয়ার যেন তোড়জোড়। তবে যা-ই ভাবুন আজকের দিন হওয়া চাই নতুন কিছু।

তাই তাদের জন্যই চলুন জেনে নিই- বিশ্বের ৫০টি ভাষায় ভালোবাসা প্রকাশের কথা।

১. বাংলা > আমি তোমাকে ভালবাসি।

২. ইংরেজি > আই লাভ ইউ।

৩. ইতালিয়ান > তি আমো।

৪. রাশিয়ান > ইয়া তেবয়া লিউব্লিউ।

৫. কোরিয়ান > তাঙশিনুল সারাঙ হা ইয়ো।

৬. কানাডা > নান্নু নিনান্নু প্রীতিসুথিন।

৭. জার্মান > ইস লিবে দিস।

৮. রাখাইন > অ্যাঁই সাঁইতে।

৯. ক্যাম্বোডিয়ান > বোন স্রো লানহ্উন।

১০. ফার্সি > দুস্তাত দারাম।

১১. তিউনিশিয়া > হাহে বাক।

১২. ফিলিপিনো > ইনবিগ কিটা।

১৩. লাতিন > তে আমো।

১৪. আইরিশ > তাইম ইনগ্রা লিত।

১৫. ফ্রেঞ্চ > ইয়ে তাইমে।

১৬. ডাচ > ইক হু ভ্যান ইউ।

১৭. অসমিয়া > মুই তোমাকে ভাল্ পাও।

১৮. জুলু > মেনা তান্দা উইনা।

১৯. তুর্কি > সেনি সেভিউর ম।

২০. মহেলি > মহে পেন্দা।

২১. তামিল > নান উন্নাই কাদালিকিরেন।

২২. সহেলি > নাকু পেন্দা।

২৩. ইরানি > মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম।

২৪. হিব্রু > আনি ওহেব ওটচে (মেয়েকে ছেলেকে), আওটচা (ছেলেকে মেয়ে)।

২৫. গুজরাটি > হুঁ তানে পেয়ার কার ছু।

২৬. চেক > মিলুই তে।

২৭. পোলিশ > কোচাম গিয়ে।

২৮. পর্তুগীজ > ইউ আমু তে।

২৯. বসনিয়ান > ভলিম তে।

৩০. তিউনেশিয়ান > হা এহ বাদ।

৩১. হাওয়াই > আলোহা ওয়াউ লা ওই।

৩২. আলবেনিয়া > তে দুয়া।

৩৩. লিথুনিয়ান > তাভ মায়লিউ।

৩৪. চাইনিজ > ওউ আই নি।

৩৫. তাইওয়ান > গাউয়া আই লি।

৩৬. পার্শিয়ান > তোরা ডোস্ট ডারাম।

৩৭. মালয়শিয়ান > সায়া চিনতা কামু।

৩৮. মায়ানমার > মিন কো চিত তাই।

৩৯. ভিয়েতনামিস > আনাহ ইউই এম (ছেলে মেয়েকে), এম ইউই আনাহ (মেয়ে ছেলেকে)।

৪০. থাইল্যান্ড > চান রাক খুন (ছেলে মেয়েকে), ফেম রাক খুন (মেয়ে ছেলেকে)।

৪১. গ্রিক > সাইয়াগাপো।

৪২. চেক > মিলুই তে।

৪৩. বর্মিজ > চিত পা দে।

৪৪. পোলিশ > কোচাম গিয়ে।

৪৫. মালয়ি > আকু চিন্তা কামু।

৪৬. ব্রাজিল > চিতপাদে।

৪৭. হিন্দি > ম্যায় তুমছে পেয়ার করতাহুঁ।

৪৮. জাপানী > কিমিও আইশিতের।

৪৯. ফার্সি > ইয়ে তাইমে।

৫০. পাকিস্তান > মুঝে তুমছে মহব্বত হায়।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী