বিশ্বকাপে সাকিবের বিশ্বরেকর্ড
সাকিব আল হাসান মাঠে নামছেন আর কোনো নতুন রেকর্ডের জন্ম দিচ্ছেন না এমনটা ইদানীং খুব কমই দেখা যাচ্ছে। আফগানদের বিপক্ষেও একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন। ব্যাট হাতে অর্ধশতক হাঁকানোর পথে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
এবার আরো একটি অসাধারণ রেকর্ড যুক্ত হলো সাকিবের নামের পাশে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ৩০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।
ব্যাট হাতে চার অঙ্কের রান তুলতে সাকিবের লেগেছে ২৭ ইনিংস। বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই রহমত শাহকে তুলে নেন সাকিব। দ্বিতীয় স্পেলে ফিরে এসেই নিজের পঞ্চম ওভারে আফগান অধিনায়ক গুলবাদিন নাইবকে আউট করার মাধ্যমে বিশ্বকাপে নিজের ৩০তম উইকেট শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার। একই ওভারে মোহাম্মদ নবীকেও বোল্ড করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
২০০৭ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন সাকিব। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই ভারতের বিপক্ষে অর্ধশতক তুলে নিয়েছিলেন তিনি। বাংলাদেশও জয় পেয়েছিল ম্যাচটিতে। ২০১৯ সালে টানা চতুর্থ বিশ্বকাপ খেলছেন এই অলরাউন্ডার। বিশ্বকাপের দ্বাদশ আসরের প্রথম ৬ ইনিংসের ৫টিতেই পঞ্চাশের অধিক রান এসেছে তার ব্যাট থেকে। যার মধ্যে ২টি ইনিংস ছিল তিন অঙ্কের। ২০০৭, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ২১ ইনিংসে ব্যাট করে সাকিব সংগ্রহ করেছিলেন ৫৪০ রান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে
কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা
কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন