বুধবার, অক্টোবর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিমানবন্দর চেকপোস্টে হামলা, নিহত ১

রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পুলিশ বক্সের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর গোলচত্বর পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী কমিশনার তানজিলা আক্তার এ তথ্য জানিয়েছেন।

তানজিলা আক্তার জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘আত্মঘাতী বিস্ফোরণ’ বলে মনে হচ্ছে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এক ব্যক্তি ট্রলি ব্যাগ সঙ্গে নিয়ে হেঁটে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি কোনো হামলার ঘটনা নয় বলে উল্লেখ করেন তিনি।

বিস্ফারণস্থলে পড়ে থাকা লাশের একটি ছবিতে দেখা যায়, আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী জিন্স পরিহিত ওই যুবকের কোমরের কাছে পেটের ডান দিক বিস্ফোরণে উড়ে গেছে।

এর আগে গত ১৭ মার্চ আশকোনায় র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে একজন নিহত হয়।

জানা গেছে, বিমান বন্দর এলাকার যে পুলিশ বক্সের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি উত্তরা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক), বিমানবন্দর পুলিশ বক্স এবং পুলিশের টহল পরিদর্শকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়।

কয়েকজন পথচারী জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে পুলিশ ও সেনা সদস্যদের ওই গোলচত্বর এলাকায় জড়ো হন।

ঘটনার সময় রাস্তার বিমানবন্দর দিকের অংশে দায়িত্ব পালনকারী পুলিশ সার্জেন্ট মোতাহের হোসেন জানান, হঠাৎ একটা বিকট শব্দ শুনি, শব্দটা পূর্ব পাশে তাদের ট্রাফিক বক্সের দিকে। প্রথমে তারা ভেবেছিলাম টায়ার ফেটে গেছে, পরে জানতে পারেন আত্মঘাতী হামলা হয়েছে।

ঘটনার পর ঘটনাস্থলটিকে শামিয়ানা দিয়ে ঘিরে ফেলে তার সামনে অবস্থান নেন পুলিশ ও র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য।

এ সময় পুলিশ কমিশনার ছাড়াও র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপির বোমা নিস্কিয়করণ দলের উপ-কমিশনার ছানোয়ার হোসেন, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) শেখ নাজমুল হোসেনসহ র‌্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে ছুটে আসতে দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী