শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় সংবাদ সম্মেলন

বিদ্যুত দেয়ার নামে টাকা নেয়ার প্রতিবাদ করায় হুমকিতে আ.লীগ নেতা

কলারোয়ার চন্দনপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের নাম করে লাখ লাখ টাকা তুলে আত্মসাৎ ও অবৈধভাবে সরকারি গাছ কর্তন করার বিরুদ্ধে প্রতিবাদ করায় হুমকির মুখে পড়েছেন একজন আ.লীগ নেতা। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বর ও যুবলীগ নেতাদের মামলা-হামলার হুমকির মুখে এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সোমবার সকাল ১০টায় কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড (চন্দনপুর গ্রাম) আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নূর উদ্দীন আহম্মেদ। তিনি ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন- চন্দনপুর গ্রামের শতাধিক পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার নাম করে তাদের নিকট থেকে মিটারপ্রতি বাধ্যতামূলক ৪২০০ থেকে ৪৫০০টাকা করে হাতিয়ে নিয়েছেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাম ও যুবলীগের আরো দু’জন নেতা।

লিখিত অভিযোগে আ.লীগ নেতা নূর উদ্দীন আহম্মেদ আরো জানান- তাদের বিরুদ্ধে বিদ্যুতে সংযোগ দেয়ার নামে এলাকাবাসীর নিকট থেকে হাজার হাজার টাকা জোর পূর্বক তুলে আত্মসাৎ করলে তিনি (নূর উদ্দীন) কলারোয়া থানায় অভিযোগ দায়ের করেন। ফলে অভিযুক্ত প্রভাবশালীদের সাথে তার সাথে তার মনোমানিল্য হয়। তারই ধারাবাহিকতায় তারা (চেয়ারম্যান/মেম্বর) তাকে (নূর উদ্দীন) বিভিন্ন সময় পথে-ঘাটে মারধোরসহ হুমকি প্রদর্শন করতে থাকে। এমনকি তার দোকানে গোপনে কোন অবৈধ জিনিস রেখে জেল হাজতে পাঠাবে বলে ও কোটে মিথ্যা মামলা দায়ের করবে বলেও হুমকি দিচ্ছে। এমনকি তার পরিবার পরিজনকে বড় ধরনের ক্ষতি করবে বলে প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে তারা।

সংবাদ সম্মেলনে বিষয়টি সমাধানে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আ.লীগ নেতা নূর উদ্দীন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সাথে ০১৭১৬-৭১৭৯২২ নং সেল ফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।

তবে যুবলীগ নেতা ডালিম হোসেন বলেন- উক্ত ঘটনার সাথে আমি জড়িত নই। এটা মিথ্যা বানোয়াট।

এদিকে, বিদ্যুত সংযোগ দেয়ার নামে মিটার প্রতি লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে চন্দনপুরে সংশ্লিষ্ট বিদ্যুত বিভাগসহ সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্ত সম্পন্ন হয়েছে। তাতে প্রাথমিক ভাবে বিষয়টির সত্যতা মিলেছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা