রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিজেপি’র ভরাডুবির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেয়াল লিখন পড়ার পরামর্শ

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি’র ভরাডুবির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেয়াল লিখন পড়ার পরামর্শ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোদিকে এমন পরামর্শ দেন তিনি।দিল্লির আকবর রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্নের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তা অসম্ভব। মোদির থেকে শিখলাম কোন কাজ করা উচিত নয়।’

রাহুল গান্ধী বলেন, ‘কৃষকদের দুরবস্থা, বেকারত্ব এবং দুর্নীতি–এই তিনটি বিষয়ের ওপর ভর দিয়েই ২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু তিনি দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। গত পাঁচ বছরে দেশের সমস্যা দূর করতে পারেননি মোদিজি।’

মধ্যপ্রদেশে ক্ষমতায় এলে কৃষি ঋণ মওকুফ করারও প্রতিশ্রুতি দেন রাহুল।
ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে কংগ্রেসের উত্থানে জাতীয় রাজনীতিতেও বদলে ইঙ্গিত দেখছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘যে আওয়াজ এখন উঠেছে, সেটা আমাদের শুনতে হবে। এখন পরিবর্তনের সময়। সেটাকেই এগিয়ে নিয়ে যাবো আমরা। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে অনেক কাজ করার আছে। আমরা তিন রাজ্যেই উন্নয়নের চেষ্টা করব।’
এদিন বেকারত্ব, কর্মসংস্থান করার প্রশ্নে মোদি সরকারকে কটাক্ষ করেন রাহুল। বলেন, ‘মানুষের চাহিদা পূরণে ব্যর্থ বিজেপি। প্রধানমন্ত্রী চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রাখতে পারেননি। আপনারা যা করছেন, তাতে দেশের মানুষ খুশি নয়। ভোটের এই ফলাফলে আশা করি সেই বার্তাই পেয়েছেন প্রধানমন্ত্রী এবং তার দল বিজেপি। মোদিজি কখনই মানুষের চাহিদা বুঝতে পারেননি। বেকারত্ব এবং কৃষকদের সমস্যা শুধু মধ্যপ্রদেশের ব্যাপার নয়, গোটা দেশের কাছে সমস্যা। মোদির আমলে দেশ ভালো নেই।’

কংগ্রেস সভাপতি বলেন, ‘বিরোধীরা একজোট হয়ে লড়াই করবে।’ তবে কৌশলে প্রধানমন্ত্রীত্বের প্রশ্ন এড়িয়ে যান তিনি। বলেন, ‘যেসব রাজ্যে আমরা সরকার গড়ব সেখানে কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন না। আমরা এখন বলে তা ঠিক করব। কোনও সমস্যা হবে না।’
বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই বিরোধীদের লক্ষ্য বলে জানান রাহুল।
পাঁচ রাজ্যে ভোট চলাকালীন ইভিএমে কারচুপির অভিযোগ করে কংগ্রেস। নির্বাচনেও জেতার পরও ইভিএম মেশিনে ভোটের বিপক্ষে সরব হন রাহুল গান্ধী। আমেরিকার উদাহরণ টেনে কংগ্রেস সভাপতি বলেন, ‘ইভিএম–এর মধ্যে এমন একটি চিপ আছে যার মাধ্যমে গোটা নির্বাচনি প্রক্রিয়াকেই প্রভাবিত করা যায়। তাই আমেরিকার মতো দেশও ইভিএম মেশিনে ভোটগ্রহণ বন্ধ করে ব্যালট বাক্সে ভোটগ্রহণের ব্যবস্থা করেছে।’

পাঁচ রাজ্যের ভোটে ফালাফল ছিল লোকসভার আগে কংগ্রেস শিবিরের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। ভালো ফল না হলে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতো। চারদিকে বিজেপি’র জাল বিস্তার হত। কিন্তু সাফল্য বদলে দিয়েছে অনেক কিছু। হাত শক্ত হওয়ায় বেড়েছে কংগ্রেস নেতা-কর্মীদের মনোবল। আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে তারা ঝাঁপিয়ে পড়বে ২০১৯-এর ফাইনালে।
বিধানসভা নির্বাচনের ফলে যখন কপালে চিন্তার ভাঁজ অমিত শাহ-নরেন্দ্র মোদি জুটির তখন রাহুল গান্ধীর নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন দেখছে কংগ্রেস শিবির। সূত্র: কলকাতা ২৪।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা