শনিবার, অক্টোবর ৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

লক্ষ্য নিরপেক্ষ নির্বাচন

‘বিএনপি, আওয়ামী লীগকে আলাদাভাবে দেখার কিছু নাই’

নবনিযুক্ত সিইসি কে এম নুরুল হুদা নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ (কে এম) নুরুল হুদা বলেছেন, কোনো রাজনৈতিক দলের প্রতি তাঁর রাগ, অনুরাগ বা ক্ষোভ নেই। সব রাজনৈতিক দলই তাঁর কাছে সমান। নিরপেক্ষভাবেই তিনি দায়িত্ব পালন করবেন।

সিইসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।

সোমবার সাবেক সচিব কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়। এতে কমিশনার হিসেবে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই পাঁচজনের নিয়োগে অনুমোদন দিয়েছেন। গতকাল রাত ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম বিষয়টি জানিয়েছেন।

নতুন ইসি গঠনের পরদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কোনো ক্ষোভও নাই, কোনো রাগও নাই। আর তাদের প্রতি কোনো অনীহাও নাই। …বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিষয় না। বিষয়টা হলো সব রাজনৈতিক দল। বিএনপিকে আলাদাভাবে দেখারও আমার কিছু নাই। আওয়ামী লীগকে আলাদাভাবে দেখার কিছু নাই। জাতীয় পার্টিকে আলাদাভাবে কিছু দেখার নাই। আমি দেখতে চাই, সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে সমান।’

‘সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে তাদের অ্যাকসেস সমান। এখানে কোনো রকমের পার্থক্য থাকবে না, সেটা আমি চাই।’

সিইসি আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিছু ভুলত্রুটি থাকতেই পারে। তারপরও গণতান্ত্রিক প্রক্রিয়াই সবচেয়ে ভালো।

আমাদের লক্ষ্য নিরপেক্ষ নির্বাচন: নতুন সিইসি

নতুন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আমাদের লক্ষ্য হলো নিরপেক্ষ নির্বাচন করা। নতুন দায়িত্ব পাওয়ার পর সংবাদ মাধ্যমকে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি আমাকে সাংবিধানিক এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। দায়িত্বটি নিরপেক্ষভাবে সংবিধান ও আইন মেনে পালন করব।’ তিনি জানান, রাষ্ট্রপতি যে দায়িত্ব দিয়েছেন, সেটি তার বড় প্রাপ্তি।

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পাওয়ার পর গতকাল সোমবার রাতে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাংবিধানিক পদের মর্যাদা অক্ষুণ্ন রেখে নিরপেক্ষতার সঙ্গে তিনি অর্পিত দায়িত্ব পালন করবেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ করে দেশ ও জাতির স্বার্থে কাজ করার উদ্যোগ নেবেন।

তিনি আরও বলেন, আমার লক্ষ্য হলো নিরপেক্ষ নির্বাচন করা। সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করা। কর্মপরিকল্পনার বিষয়ে জানতে চাইলে নতুন সিইসি বলেন, শপথ নেওয়ার পর প্রথমে সহকর্মীদের সঙ্গে বসবেন। কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এর পর করণীয় ঠিক করবেন।

কে. এম. নুরুল হুদা বলেন, সব কথা এখনই বলার সময় হয়নি। সামনে কী চ্যালেঞ্জ আছে, সেটা তো এখনও জানি না। তবে আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে গিয়ে আলোচনা, মতামতকে গুরুত্ব দেবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া মো. রফিকুল ইসলাম জানান, এটি একটি মহান দায়িত্ব। তার প্রতি আস্থা রেখে রাষ্ট্রীয় যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মর্যাদা অক্ষুণ্ন রাখতে সচেষ্ট থাকবেন তিনি। দেশ ও জনগণের স্বার্থে ইসির সবাইকে নিয়ে কাজ করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী