কেশবপুরের কিছু খবর
‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’ রচনা প্রতিযোগিতায় কেশবপুরের মিম বাংলাদেশ সেরা
“বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো” রচনা ও কুইজ প্রতিযোগিতায় কেশবপুরের ইফ্ফাত আফরীন মিম বাংলাদেশ সেরা বিজয়ী হয়েছেন। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ওই প্রতিযোগিতায় বাংলাদেশ সেরা ১১ জনের একজন মিম কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। কেশবপুর পৌরসভার সাবদিয়া ওয়ার্ডের বাসিন্দা ও সাগরদাঁড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল খালেক এবং ওই বিদ্যালয়ের শিক্ষিকা মেরিনা খাতুনের মেয়ে মিম ইতিপূর্বে বিভিন্ন রচনা প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়েছেন।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে চুড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেরা বিজয়ী হয়ে মিম বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল ও কথাসাহিত্যিক সেলিনা হোসেনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন এমপি প্রধান অতিথি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বিশেষ অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিশু একাডেমি সূত্রে জানা গেছে, শিশু একাডেমির ৭১টি শাখায় সারা দেশের সাড়ে ৩ হাজার প্রতিযোগী “বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো” রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। তার মধ্য থেকে ৭১ জন বিজয়ীকে ১০ আগষ্ট বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে ডাকা হয়। ৭১ জনের প্রথম পর্বে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ২৬ জনকে বাছাই করা হয়। ২৬ জনের দ্বিতীয় পর্বের কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ১১ জনকে বাংলাদেশ সেরা বিজয়ী নির্বাচিত করা হয়। বিজয়ীরা প্রত্যেকে ১ম ও ২য় পর্বের ২টি সনদপত্র ও ১১ হাজার টাকার প্রাইজবন্ড পুরস্কার এবং ৭ হাজার টাকা মূল্যের বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক ১০ খানা বই উপহার পেয়েছেন। #
কেশবপুরে জিবিকায়ন বিষয়ক সুশীলনের কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে সুশীলনের ওয়াটার লগ প্রকল্পের উদ্যোগে জিবিকায়ন বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার দিনব্যাপী প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের প্রকল্প সমন্বয়কারী সাহেরা খাতুন ডালিমের সভাপতিত্বে ও প্রকল্প অফিসার জ্যেৎনা আফরিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, পল্লী উন্নয়ন অফিসার শামসুর রহমান, মৎস্য অফিসার এম এম আলমগীর কবীর ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান।
কেশবপুরে প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক দলিতের ওরিয়েন্টেশন
কেশবপুরে প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন বৃহস্পতিবার দিনব্যাপী স্কুল শিক্ষকদের অংশ গ্রহণে দলিতের হারচয়েস প্রকল্পেন আয়োজনে প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন প্রদান করেন দলিতের হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন আক্তার, ইউনিয়ন ফ্যাসালিলেটর অপর্ণা রানী দাস ও ইউনিয়ন ফ্যাসালিলেটর প্রহলাদ কুমার দাস। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিধান রায়, কার্তিক দাস, কামাল হোসেন, ফিরোজা খাতুন, সাহেরা খাতুন, নূরুল ইসলাম, কালিচরণ দাস, অলিয়ার রহমান, উদয় শংকর, আঃ মজিদ, আমিরুল ইসলাম, শুভাশিস দত্ত, বিষ্ণপদ সরদার, মতিউর রহমান, নাজিম উদ্দিন, আজাহারুল ইসলাম, মহিতোষ মন্ডল, কামরুজ্জামান, বিশ্বজিৎ অধিকারী, প্রদীপ ব্যানার্জী প্রমুখ।
গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার দোয়া, আলোচনা ও গণভোজ ভেরচী মুক্তি সংঘ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ সরদার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি ও পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল গফুর। গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অলোক দের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগনেতা আব্দুল মজিদ মোল্যা, রেজাউল আনাম, গাজী সিদ্দিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য হামিদার রহমান, মুজাহারুল ইসলাম, আসাদ সরদার, ময়না বেগম প্রমুখ।
কেশবপুরে সরকারী সম্পত্তির সীমানার সাইনবোর্ড অপসারণের অভিযোগ
কেশবপুর উপজেলার কাবিলপুর-সকসকেনপুর পূজা মন্দিরের সামনে সরকারী সম্পত্তিতে ভূমি অফিস কর্তৃক স্থাপিত সাইনবোর্ড অপসারণের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন বরাবর লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কাবিলপুর-সকসকেনপুর পূজা মন্দিরের সামনের ২২ শতক সরকারী সম্পত্তি দীর্ঘদিন যাবৎ কাবিলপুর গ্রামের সুনিল দাস গং ভোগ-দখল করে আসছিল। গত ১৬-১০-২০১৬ তারিখে মন্দির কমিটির আবেদনের প্রেক্ষিতি তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকারী সম্পত্তি উদ্ধার করে সাইনবোর্ড স্থাপন করেন। কিন্তু গত ১৪ আগস্ট কাবিলপুর গ্রামের দীপংকর দাস ও দেবব্রত দাস উক্ত সাইনবোর্ডটি অপসারণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এব্যাপরে কাবিলপুর-সকসকেনপুর পূজা মন্দির কমিটির সভাপতি প্রবীর কুমার দাস উপজেলা সহকারী কমিশনা (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মোঃ কবীর হোসেন জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। যা তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে।
কেশবপুরে করিমনের চাপায় বানভাসি শিশু আলিমুলের মৃত্যু
কেশবপুরে বন্যা ও জলাবদ্ধতার কারণে বাড়িঘর ছেড়ে রাস্তার পাশে টংঘরে আশ্রয় নিয়ে স্যালো ইঞ্জিন চালিত করিমনের চাপায় প্রাণ গেল শিশু আলিমুল ইসলামের। বুধবার রাতে কেশবপুর-চুকনগর সড়কের আলতাপোল তালতলা নামক স্থানে ওই ঘটনা ঘটে। আলিমুল আলতাপোল সরদার পাড়ার রবিউল ইসলামের একমাত্র সন্তান ও আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। ২০ জুলাই থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় হতদরিদ্র রবিউলের পরিবার গত ২৫ জুলাই অন্যান্য পরিবারের সাথে ওই সড়কের পাশে টংঘর বেঁধে আশ্রয় নেয়। রবিউল ইসলাম জানান, বুধবার রাত ৮টার দিকে তার ছেলে টংঘর ধরে দাঁড়িয়ে ছিল। এ সময় চুকনগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি করিমন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন
সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন