রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

প্রয়াত খেলোয়াড়দের স্মরনে সাতক্ষীরা ফুটবল এসোসিয়েশনের স্মরন সভা

স্বাধীন বাংলা ফুটবল দলের কৃতি ফুটবলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক ডি.এফ.এ’র নির্বাহী সদস্য মো, আনোয়ার হোসেন আনু, সংগঠক ও রেফারী কাজী আমিনুল হক আফরা এবং তৎকালীন মহাকুমা ফুটবল দলের খেলোয়াড় মো. আকরাম হোসেনের মৃত্যুতে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব, জেলা রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামের জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েনের হলরুমে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাক্তণ ফুটবল খেলোয়ার বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান।

স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন টাউন স্পোটিং ক্লাবের সভাপতি শেখ আজহার হোসেন, প্রাক্তণ খেলোয়াড় মাস্টার আফসার উদ্দিন, সাইফুল্লাহ খান, খেলোয়ার আবু বক্কর সিদ্দিক, অজয় নারায়ন ঘোষ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন এ্যাড. মোসলেম উদ্দিন, মোনায়েম খান চৌধুরী সান্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মদ আলী সরদার, ট্রেজারার শেখ মাসুদ আলী, খেলোয়াড় রুহুল হক, জাবের হোসেন, মাধব দত্ত, খন্দকার আরিফ হাসান প্রিন্স, রেফারী পিপুল খান, লালন খান, অরুণ কুমার ঘোষ, আ.ম আক্তারুজ্জামান মুকুল, হাফিজুর রহমান খান বিটু, জাহিদ হাসান প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল তেঁতুলতলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু।

ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় কাজী আমিনুল হক আফরা’র মৃত্যুতে এমপি রবি’র শোক

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় সবার প্রিয় কাজী আমিনুল হক আফরা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

রবিবার (১৯ আগস্ট) দিবাগত ভোর ৪টার দিকে কাজী আমিনুল হক আফরা ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজেউন) মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সে তালা উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ১৯৭৩ সাল থেকে এখন পর্যন্ত, তিনি তালা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কপোতাক্ষ ক্লাবের সভাপতি, তালা বাজার এর প্রতিষ্ঠাতা সভাপতি, তালা শাহী জামে মসজিদের সভাপতি ,তালা শিল্পকলা একাডেমির সাবেক সেক্রেটারি, সাবেক জেলা ক্রীড়া সংস্থার সদস্য, তালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রাক্তণ ফুটবল খেলোয়াড়, প্রাক্তণ জেলা রেফারি এবং আরো অনেক সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। সে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য কাজী কামরুজ্জামানের শশুর।

তার মৃত্যুতে এমপি রবি বলেন, সবার প্রিয় কাজী আমিনুল হক আফরা আমার একজন প্রিয় মানুষ ছিল। তার মৃত্যুতে তালাসহ সাতক্ষীরার ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!