শনিবার, নভেম্বর ২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

পাঠ্যবইয়ে ভুল : এবার এনসিটিবি ডিজাইনার বরখাস্ত

নিউজ ডেস্ক : পাঠ্যবই ভুল ছাপানোর অপরাধে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ডিজাইনার সুজাউল আবেদিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গঠিত তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে বোর্ড কর্তৃপক্ষ পাঠ্যবইয়ে ভুল-ত্রুটির কারণে বোর্ডের আর্টিস্ট কাম ডিজাইনার সুজাউল আবেদিনকে সাময়িক বরখাস্ত করেছে।

পাঠ্যবই ভুল ছাপানোর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে দুটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির সুপারিশ অনুযায়ী এর আগে এনসিটিবির দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

আজ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যাঁরা এসব ভুলের জন্য দায়ী, তাঁরা রেহাই পাওয়ার যোগ্য নন।

একটা বইয়ে থাকা ভুল সাংবাদিকদের দেখিয়ে নাহিদ বলেন, ‘আদর্শ ছেলে, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, এখানে এইটা ভুল করে ছাপা হয়েছে। এইটা যিনি ভুল করে ছাপবেন, তিনি এই বইয়ের এডিট (সম্পাদনা) করার বা দায়িত্ব পালন করবার যোগ্য না। hurt (আঘাত), এই জায়গাটায় heart (হৃদয়)। এত বড় ধরনের একটা লেখার মধ্যে যিনি সম্পাদক ছিলেন, দায়িত্বে ছিলেন, এই কাজটা করবেন, এইটা অবশ্যই দেখা উচিত ছিল।’

মন্ত্রী বলেন, ‘বড় দুইটা ভুলের জন্য, যেগুলো হওয়া উচিত ছিল না, সবাইকে আমরা বুঝিয়ে দিচ্ছি যে যাঁরা এই ভুল করছেন, তাঁরা রেহাই পাওয়ার যোগ্য না। আগেই তাঁকে আমরা ওএসডি করে, ইনকোয়ারি (তদন্ত) চলে পরিপূর্ণ রিপোর্ট আসার পর আরো কারা কারা আছেন, কার ভুল বা কে বেশি দায়ী, কতটুকু দায়ী, সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী