সালিশে মিমাংসা
পরকিয়ায় পড়ে প্রেমিকের হাত ধরে সন্তানকে নিয়ে প্রেমিকা, কলারোয়ায় জনরোষে উদ্ধার
পরকিয়ার ধান্দায় পড়ে প্রেমিকের হাত ধরে উধাও হয়ে যাওয়া দুই সন্তানের জননী ও প্রেমিক যুগলকে উদ্ধার করেছে কলারোয়া উপজেলার খোরদো বাজারের জনসাধারণ ও স্থানীয় পুলিশ সদস্যরা। উদ্ধার করা হয় এক শিশু সন্তানকেও।
সোমবার বিকেলে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারস্থ পুরাতন হৃদয় সিনেমা হল সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ উদ্ধারের ঘটনা ঘটে।
ওই স্থান দিয়ে একটি মাইক্রোবাসযোগে যাওয়ার সময় সন্দেহজনক অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের থামান স্থানীয়রা। পরে জানা যায় লোমহর্ষক ও ঘৃন্য একটি অধ্যায়ের কথা।
জনতার হাতে উদ্ধার পরকিয়ার যুগলরা হলেন- প্রেমিক যশোরের মনিরামপুর থানার হাজরাকাটি গ্রামের আবুল কাশেমের পুত্র করিম হোসেন (৩৭) ও প্রেমিকা সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার চোমরখালী গ্রামের মান্নান সরদারের কন্যা শিশু সন্তানের জননী রোজিনা খাতুন (৩০)। সাথে ছিলো ৪বছরের সন্তান ফয়সাল। রোজিনা সাতক্ষীরা সদর থানার কুচপুকুর এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। তার ১০ বছরের একটি কন্যা সন্তানও আছে। কন্যা সন্তান পিতার বাড়িতে রয়েছে।
জানা যায়- কয়েক বছর আগে রোজিনার সাথে বিয়ে হয় ইটভাটায় কাজ করা সিরাজুল ইসলামের। বর্তমানে তাদের ঘরে একটি ১০বছরের কন্যা ও ফুটফুটে ৪ বছরের পুত্র সন্তান রয়েছে। এরই মাঝে রোজিনার প্রতি কু-নজর পড়ে করিমের। পরবর্তীতে মন দেয়া-নেয়ার এক পর্যায়ে পরকিয়ার ধান্দায় পড়ে গত ২৩দিন পূর্বে শিশুপুত্রকে নিয়ে স্বামী সিরাজুলের ঘর ছেড়ে প্রেমিক করিমের হাত ধরে চলে যায় রোজিনা। এরপর যশোরের খাজুরা এলাকায় অবস্থান করতে থাকে তারা।
স্ত্রী-সন্তানের অনেক খোঁজখবর করে না পেয়ে ২০১৭ সালের ২৫ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানায় স্বামী সিরাজুল ইসলাম বাদি হয়ে স্ত্রী রোজিনা খাতুন, প্রেমিক করিম হোসেন ও কয়েকজনকে আসামি করে একটি সাধারণ ডায়েরি করেন। যার ডায়েরি নং- ১৫৩৪। সেখানে তিনি উল্লেখ করেন যে, স্ত্রী রোজিনা খাতুন চরিত্রহীনা। দীর্ঘদিন করিমের সাথে পরকিয়ায় অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। স্বর্ণালংকার, নগদ অর্থসহ সন্তান ফয়সাল (৪)কে পরকিয়ার প্রেমিক করিম হোসেনের সঙ্গে পালিয়ে যায়।
এদিকে, স্বামী সিরাজুল ইসলাম খোঁজ নিয়ে জানতে পারেন যে, পুত্র সন্তানসহ স্ত্রী রোজিনা ও তার পরিকায়ার প্রেমিক করিম যশোরের খাজুরা এলাকায় রয়েছে। এ খবরে তিনিসহ তার অভিভাবকরা খাজুরা থেকে সন্তান-স্ত্রীসহ প্রেমিক করিমকে উদ্ধার করে সোমবার মাইক্রোবাসযোগে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিল। কলারোয়া উপজেলার খোরদো বাজারে আসা মাত্রই প্রেমিক করিম হোসেনের চিৎকারে স্থানীয় জনতা সন্দেহজনক ভাবে মাইক্রোবাসটি গতিরোধ করে তাদের গাড়ি থেকে নামায়। পরে বেরিয়ে আসে ঘৃন্য এ সকল নানান কথামালা।
পরে সেখানকার উপস্থিত জনতা, ইউপি সদস্য কওসার আলী ও খোরদো ক্যাম্পের পুলিশের উপস্থিতিতে ভিকটিমদের দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে’র কাছে হস্তান্তর করা হয়।
ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে’র নেতৃত্বে তাৎক্ষনিক বসা সালিশের বৈঠকের মাধ্যমে আরো জানা যায় যে- দীর্ঘ ২৩দিন পর্বে প্রেমিক-প্রেমিকা যুগল প্রেমের টানে উভয়ের সম্মতিতে স্বামী সিরাজুল ইসলামের কুচপুকুরের বাড়ি ছেড়ে উধাও হয়ে যায়।
লম্পট প্রেমিক করিম হোসেন এ সময় জানান- ‘আমাকে চড়-থাপ্পড় ও গাড়িতে থাকা হাতুড়ি দিয়ে মারধর করা হয়। ভয়ে আমি চিৎকার শুরু করি।’
সিরাজুল ইসলাম ও তার অভিভাবকরা করিমের অভিযোগকে মিথ্যা বলে জানান- ‘শিশু সন্তানকে কাছে পেতে ও রোজিনার কাছে থাকা সাংসারিক মালামাল ফিরে পেতে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল। কোন মারধর করা হয়নি।’
সিরাজুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন জানান- ‘করিমকে ভালোবেসে স্বামী-সন্তান ও সংসার ফেলে নিজেদের সম্মতিতে পালিয়ে যাই। আমাদের একই সঙ্গে পেয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিল স্বামী সিরাজুল ইসলাম ও অভিভাবকরা।’
রোজিনা আরো বলেন- ‘প্রেমিক করিমের সাথে বিবাহ ছাড়াই ২৩ দিন কাটানোর এমন কাজ করে আমি ভুল করেছি।’
সালিশ মিমাংসায় দুই সন্তানের জননী স্ত্রী রোজিনা খাতুনকে মেনে নিতে এবং তার প্রেমিক করিম হোসেনকে মুক্তি দিতে স্বামী সিরাজুল ইসলাম ও তার অভিভাবকদের সম্মতি দিলে ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে সালিশ মিমাংসা করে দেন। মিমাংসায় প্রেমিক করিমকে তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার এবং সিরাজুল ইসলামের সাথে সন্তানসহ স্ত্রী রোজিনা খাতুনকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
এসময় স্থানীয় একাধিক ইউপি সদস্য, জনসাধারণ ও চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ মিমাংসায় উভয় পক্ষের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে নিজ নিজ এলাকায় চলে যান বলে জানিয়েছেন সালিশে উপস্থিত একাধিক জনসাধারণ ও ইউপি সদস্য কাওসার আলী।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন