মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নিজেকে থামিয়ে দিলো সাম্যবাদী অনিক!!

ছর দুই আগে হবে। রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাটে দরজার বেল বাজাতে, নিজেই দরজা খুললেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ। সাথে আমার চার বছরের ইন্দুলেখাকে দেখেই গলা ছেড়ে ডাক পাড়লেন- অনীক, এই অনী–ক! দেখ কে এসেছে? মুহুর্তেই অনীক এসে হাজির- মুস্তফা ভাই আমার মেয়েকে দেখিয়ে বললেন, ওকে নিয়ে যা খেলা কর!! অনীকও কম যায় না, আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় পর্ব সেরেই ইন্দুলেখার সাথে ভাব জমাতে ব্যস্ত হয়ে গেলো। কিছুক্ষণের মধ্যেই জমে উঠলো গল্প, খেলা। ২৪ আর ৪ বছরের দু’জন অসমবয়সী শিশুর মধ্যে। শিশু ইন্দুলেখার খুবই পছন্দেও অনিক দাদা। সে গল্প বহুবার শুনতে হয়েছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনয়নে সাতক্ষীরা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ও সাতক্ষীরা জেলা নারী মুক্তি সংসদের সভাপতি নাসরীন খান লিপির একমাত্র পুত্র অনীক আজিজের কথা বলছি। ভালোবাসতো পরিবারের সদস্যদের নিয়ে হৈ-হুল্লোড় করতে। বন্ধুদের সাথে আড্ডা, ফটোগ্রাফী ছিলো তার প্রিয়। পারিবারিক আবহ থেকেই সাম্যবাদী চিন্তুা-চেতনার একজন মানুষ হয়ে উঠছিলো অনীক। স্কুল জীবনেই শিক্ষার অধিকার আদায়ে বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাথে যুক্ত হয়। এসএসসি পাশের পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং দেশের ঐতিহ্যবাহী ফটোগ্রাফী প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘পাঠশালা’ থেকে ফটোগ্রাফী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি, আইএলটিএস কোর্স করছিলো উচ্চতর ডিগ্রী নিতে বিদেশে যাওয়ার ইচ্ছায়। লেখাপড়ার ফাঁকে সুযোগ পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে পড়তো। তার ছবিতে ফুটে উঠতো অসহায়-দরিদ্র নিপীড়িত মানুষের জীবন চিত্র, প্রকৃতি, জীবন।
প্রগতিশীল অনীক মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থেকেছে রাজপথে। ঢাকার সাথে তাল মিলিয়ে ২০১৩ সালে সাতক্ষীরায় গণজাগরণ মঞ্চ গড়ে তুলতে অন্যতম একজন সংগঠক ছিলো অনীক। সাতক্ষীরা গণজাগরণ মঞ্চে এক মাসেরও বেশি সময় প্রতিদিন রাত ৮টার পর ১৯৭১ এর চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবির প্রদর্শনী করেছিলো। একটি পজিটিভ বাংলাদেশ গড়তে সক্রিয় ভূমিকায় থাকা নির্মোহ, সরল, সদালাপী হাসোজ্জ্বল ছেলেটির সাথে কারো বাকবিতন্ডা কিংবা অসদাচরণের খবর কেউ দিতে পারেনি। এমনকি এমপির ছেলে হিসেবেও কখনো কোন প্রকার অনৈতিক প্রভাব বিস্তার কিংবা বিশেষ সুবিধা আদায় করেছে বলে জানা যায়নি।

মাত্র ২৭ বছর বয়সে গত ২২ জানুয়ারি জীবনের সুন্দর সব স্বপ্নগুলোকে নিজেই থামিয়ে দিয়েছে অনীক আজিজ। কেউ জানেনা কেনো- কেনো এই প্রস্থান?? বন্ধুসম বাবা-মা, ছোট বোন, অন্যান্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সতীর্থরা কেউ কিছু বলতে পারছেন না। কখনো তো মন খারাপ দেখিনি ওকে। ঘটনার রাতেও রাজধানীর ৫নং ন্যাম ভবনের ৬০৪ নং রুমে দু’ভাই বোনের আড্ডা চলেছে গভীর রাত পর্যন্ত। এরপর নিঃশব্দে না ফেরার দেশে চলে গেলো অনীক। আর এখান- ছোট বোন সৃষ্টির শুন্য দৃষ্টি খুঁজে ফিরছে প্রিয় দাদাকে। বাবা মুস্তফা লুৎফুল্লাহ পুত্রশোকে ভারী মাথাটা রাখাতে সম- উচ্চতায় কাঁধ খুঁজছেন- বাবার থেকে একটু বেশি উচ্চতার অনীকই পারতো এই অভাব পূরণ করতে। খবর শুনে ছুটে আসা মন্ত্রী, এমপিসহ সকলেই অশ্রুসজল বাকরুদ্ধ। মা নাসরিন খান লিপি বিশ্বাস নিয়ে পথ চেয়ে আছেন তাঁর পাপন ফিরবে- ভরসার হাতখানা রাখবে মায়ের কাঁধে।

বুব ফুলিয়ে ন্যায্যতার পক্ষে দাড়ানোর মতো সাহসী যুকক অনিকের মৃত্যুর খবরের পর থেকে নানা স্মৃতি ভেসে উঠছে। সময়ে-অসময়ে। কষ্টের কথা নাই বা বললাম। জানতে চেয়েছে, ‘চলে যাওয়া মানে কি?’ আমার কাছে উত্তর নেই। এমন চলে যাওয়া মেনে নেওয়া অসম্ভব। অসময়ে অনিকের এই চলে যাওয়ায় বড় ক্ষতি হলো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসীদের। যা কখনোই পুরণ হবার নয়। কাউকে শান্তনা দেওয়ার ভাষা নেই। অনিকের অসাম্প্রদায়িক-সাম্যবাদী চেতনার জয় হবে, এটাই আমার বিশ্বাস। অনিকের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

সূত্র : পার্লামেন্ট নিউজ বিডি ডটকম।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী