মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় সুধিজনদের সাথে মতবিনিময়

নাম ভাঙ্গিয়ে কেউ ফায়দা নেয়ার চেষ্টা করবেন না -জেলা প্রশাসক

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেছেন, জেলা প্রশাসকের কোন এজেন্ট নেই। তার নাম ভাঙ্গিয়ে কেউ ফায়দা নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পাখিমারা টিআরএম বিলে যে সকল কৃষকরা এখনও ক্ষতিপূরণের টাকা পাননি তাদের দ্রুত এবং সহজ শর্তে টাকা প্রদানের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বুধবার (১৮ এপ্রিল) সকালে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধিজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলি বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সাতক্ষীরা এলাকায় ব্যাপক খাস জমি থাকলেও নীতিমালা অনুয়ায়ী সেগুলো বন্দোবস্ত দেয়ার সুযোগ নেই। এছাড়া শালতা নদীসহ বিভিন্ন খাল ও বিলগুলো খনন করতে হলে ইউনিয়ন ও উপজেলা পরিষদ হতে রেজুলেশন করে তার কাছে পাঠালে প্রয়োজনীয় গ্রহণ করার আশ^াস প্রদান করেন তিনি। তিনি এলাকার উন্নয়নে সকলকে একসাথে মিলেমিশে কাজ করার আহবান জানান। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম এবং তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন পরমাণু বিজ্ঞানী ড. মতিউর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা কৃষকলীগ সভাপতি বিশ^জিৎ সাধু, তালা প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, আব্দুস সোবহান, মোড়ল আব্দুর রশিদ, সাস পরিচালক শেখ ইমান আলী, আওয়ামী লীগনেতা সৈয়দ জুনায়েদ আকবর, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান এবং তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

তালায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ ট্যাস্কফোর্স কমিটির সভা
বুধবার বেলা আড়াই টায় তালা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ ট্যাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র