মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বিনা বেতনে ১৫-২১ বছর ধরে চাকরি করছে লাখো শিক্ষক

স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে দেশে ৫ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত অবস্থায় আছে। এগুলো এমপিও প্রত্যাশী। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ১৫ থেকে ২১ বছর যাবত বিনা বেতনে শিক্ষাদান করে যাচ্ছেন। সেখানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা রয়েছে ১ লাখেরও বেশি। তারা ২৫ লাখেরও বেশি শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন।

আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
সাতক্ষীরা কলারোয়া কে.এম এ মিউনিসিপ্যাল গার্লস জুনিয়র হাইস্কুল থেকে আসা আন্দোলরত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম কলাোয়া নিউজ.কম কে জানান, শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের বার বার আশ্বাসের পরও তাদের দাবির ব্যাপারে প্রধানমন্ত্রী তেমন কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। এ ধরনের অবস্থা দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে আশা করে না শিক্ষক সমাজ। গত একুশ (২১) বছর ধরে এই প্রতিষ্ঠানে শিক্ষকেরা বিনাবেতনে চাকরি করছেন। স্ত্রী-সন্তান নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। এমনকি তাদের মানসিক কষ্টের মধ্যে দিন অতিবাহিত হয়।

রুহুল আমিন এক শিক্ষক জানান, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর কতকাল তারা বিনা বেতনে শিক্ষাদান করবেন? শিক্ষকদের অভুক্ত রেখে দেশের উন্নয়ন হতে পারে না। তাই অবিলম্বে শিক্ষকদের এই ন্যায্য দাবি মেনে নেয়া হোক।

এসময় এক সহকারী শিক্ষক অসিত বলেন, বেতনের আশায় এখনো প্রহর গুনছেন। সংসারে অর্থকষ্ট এখন মরণ ব্যাধির মতো চেপে বসেছে। বাবার অবর্তমানে সংসারের বোঝা এখন তার কাঁধে। মানসিক চাপের মধ্যে তার দিন কাটে।

ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজের সহকারী শিক্ষক আবু বকর জানান, গত ছয়-সাত বছর ধরে এই প্রতিষ্ঠানে শিক্ষকেরা বিনাবেতনে চাকরি করছেন। স্ত্রী-সন্তান নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী