শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় পুলিশের জনসভা

‘ধংসাত্বককারীদের জন্য পুলিশের ১০ আঙ্গুলের একটি আঙ্গুল সদা প্রস্তুত ‘ : এসপি সাজ্জাদুর

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বলেছেন- ‘সাতক্ষীরার মাটি থেকে চিরতরে জঙ্গীবাদ, সন্ত্রাসী ও মাদকের মূল শিকড় উপড়ে ফেলা হবে। জঙ্গিবাদ সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে রুখতে হবে। তাদের কোন স্থান নাই। ২০১৩ সাল ও ২০১৪ সালে এ এলাকায় যারাই জঙ্গীবাদ, সন্ত্রাসী ও নাশকতা মুলক কাজের সাথে জড়িত ছিলেন তারা ভালো হয়ে যান। ধর্মের নামে মানুষ খুন আর সহ্য করা হবে না। আর ভালো না হলে আমি প্রকাশ্যে ঘোষানা দিচ্ছি সীমালংঘনকারীকে তাড়াতাড়ি আল্লাহ’র কাছে পাঠিয়ে দেয়া হবে। মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত করা, নাশকতা সৃষ্টিসহ দেশ ও জাতির ক্ষতি সাধন করা জেলা পুলিশ মানবে না। সন্ত্রসীমূলক কর্মকান্ড কঠোর হস্তে দমন করে সাধারন মানুষের জান মালের নিশ্চয়তা বিধান করা হবে। সন্ত্রাসীরা সমাজে সহজ সরল মানুষকে ক্ষতিগ্রস্ত করে টিকে থাকবে আর আমরা পুলিশের পোশাক পরে বসে থাকবো সেটা করতে দেয়া হবে না। ধংসাত্বক কর্মকান্ড পরিচালনা কারীদের জন্য পুলিশের ১০ আঙ্গুলের মধ্যে একটি আঙ্গুল সদা প্রস্তুত থাকবে।’

তিনি বলেন- ‘মাদক ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। মাদককে না বলতে হবে। মাদক একটি সামাজিক অপরাধ। একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র ধ্বংস করতে মাদকই যথেষ্ট। তাই মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। মাদক বিক্রেতার টাকায় কোন পুলিশের রক্ত বাড়বে না। যদি কোন পুলিশ মাদকের সাথে সম্পৃক্ত থাকে, মাদক বিক্রেতাদের সাথে যদি আর্থিক লেনদেন, দহরম মহরম থাকে অথবা কোন পুলিশ নিজে মাদক বিক্রি করে, কিংবা খায়, সেই পুলিশ সদস্য এই সাতক্ষীরা জেলায় থাকবেনা।’

মঙ্গলবার বিকেলে কলারোয়ার বামনখালি কলেজগেট সংলগ্ন ময়দানে “জঙ্গি মাদকের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গিকার”এই শ্লোগানকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা পুলিশের শীর্ষ কর্ণধর সাজ্জাদুর রহমান আরো বলেন- ‘বাংলাদেশের পুলিশ বিভাগে মাদক সংশ্লিষ্ট কোন ব্যক্তি চাকরী করার এখতিয়ার যাতে না থাকে সে ব্যবস্থা করা হবে। হাত পেতে পুলিশ কোন কিছু নেবে না। বন্ধ করতে হবে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন। কোথাও সন্ত্রাস থাকবে না। সমাজে কেউ যদি সীমা লঙ্ঘন করে, সেই সীমা লঙ্ঘনকারীরও কোনো স্থান থাকবে না। আইন-শৃঙ্খলার যে কোনো বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।’

কলারোয়া থানা পুলিশের ব্যবস্থাপনা অনুষ্ঠিত বিশাল ওই সমাবেশে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান আরও বলেন- ‘জেলার স্কুলে স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে রুটিন কার্ড। সেই কার্ডে প্রয়োজনীয় বিষয় ছাড়াও উল্লেখ করা রয়েছে পুলিশের গুরুত্বপূর্ণ নাম্বার। যার ম্যাধমে যে কেউ সহজেই পুলিশের সেবা নিতে পারবে। কেননা, পুলিশ সেবা দিতে বদ্ধপরিকর। এছাড়া সকলেই ৯৯৯ নাম্বার ব্যবহার করতে পারেন।’

প্রধান অতিথি আরো বলেন- ‘মাদকের কোনো স্থান নেই। প্রিয় সন্তানেরা যাতে মাদকাসক্ত না হয়, সেই বিষয়ে অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে।’

বাল্যবিবাহ প্রসঙ্গে হুশিয়ারি দিয়ে তিনি বলেন- ‘কোথাও বাল্যবিবাহ হবে না। হতে দেয়া হবে না। সীমা লঙ্ঘনকারী কোনো মানুষ সাধারণ সহজ-সরল মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, তা বরদাস্ত করা হবেনা। পুলিশ কঠোরভবে তাদের দমন করবে।’

এছাড়া তিনি মাদকের বিষয়ে পুলিশের কঠোরতা উল্লেখ করে বলেন- ‘যদি কোনো পুলিশ সদস্যের মাদকের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেই সদস্যের স্থান সাতক্ষীরায় থাকবে না। এমনকি দেশের কোথাও থাকবে না।’

এসপি সাজ্জাদুর আহবান জানিয়ে বলেন- ‘আসুন আমরা সবাই মিলে এই দেশকে উন্নয়নের যে রোল মডেলে রয়েছে তা থেকে উন্নত বাংলাদেশে পরিণত করি।’

এর আগে বিশাল সমাবেশস্থলে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান পৌছুলে অতিথিবৃন্দদের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে ও পুষ্পস্তবক অর্পণ করে অভিবাদন জানায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, জয়নগর ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হেসেন, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, জালালাবাদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, রিপোর্টার্স ক্লাবের সহ.সভাপতি এসএম জাকির হোসেন, মোস্তাক আহম্মেদ, এমএ কাশেম, মোস্তফা হোসেন বাবলু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিলো লক্ষণীয়।

সমাবেশে অন্য বক্তারা বলেন-  ‘বিগত ২০১৩ সালে জামায়াত-শিবিরের লোকজন এ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েক করে, মিনি পাকিস্থান সৃষ্টি করে যুবলীগ নেতা মেহেদী হাসান জজ, রবিউল, আজুভাই, মাহবুবার রহমান বাবুকে কুপিয়ে হত্যা করেছিলো। বর্তমান সংসদ সদস্য এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ জামায়াত-শিবিরের হাতে খুন হওয়া লাশের ময়না তদন্তসহ লাশগুলো স্বজনদের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করেছিলেন। এখনকার হাইব্রিড গোছের নেতাদের সে সময় দেখা মেলেনি।’

তারা হুশিহার উচ্চরন করে বলেন- ‘আর কখনও কেউ যদি ২০১৩ সাল সৃষ্টি করার পায়তারা করলে জেলা পুলিশকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে।’

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াত করেন বামনখালী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম আর গীতা পাঠ করেন বামনখালী হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা