বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেশ ও জনগনের কল্যানে শেখ হাসিনার বিকল্প নেই : রুহুল হক এমপি

সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. রুহুল হক এমপি বলেছেন, দেশ ও জনগনের কল্যানে কাজ করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড যাতে মানুষের কাছে পৌছায় এবং সেবা যেন মানুষের দ্বারে দ্বারে যায় সেজন্য যুবলীগ সহ আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেবহাটা উপজেলা যুবলীগের বর্নাঢ্য আয়োজনে শুক্রবার পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে ডা. রুহুল হক উল্লেখিত কথাগুলো বলেন।

শেখ হাসিনার সরকার, বার বার দরকার একথা তুলে ধরে রুহুল হক বলেন, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। মানুষের কল্যানের নেত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, চিকিৎসা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান নিশ্চিত করতে আমরা কাজ করছি। বিদ্যুৎ শতভাগ মানুষের ঘরে পৌছে গেছে বলে যোগ করেন তিনি।

সরকারের সকল ওয়াদা পূরনের লক্ষ্যে সকলকে শেখ হাসিনার হাতকে মজবুত করার আহবান জানিয়ে তিনি বলেন, দেশ থেকে সকল জঙ্গী অপরাধী, সন্ত্রাস দূর করা হয়েছে। দেশের উন্নয়নে কেউ বাধা সৃষ্টি করলে সেটা শক্ত হাতে মোকাবেলা করা হবে তিনি বলেন।

দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিজয় ঘোষের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ মুজিবর রহমান ও দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি।

প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক জর্জকোর্টের পিপি আব্দুল গনি, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, দেবহাটা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, কুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কেক কেটে যুবলীগের জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আ.লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী