মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেশের প্রথম ডিজিটাল সিটি হচ্ছে সিলেট

দেশের প্রথম ‘ডিজিটাল সিটি’ হচ্ছে সিলেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডিজিটাল সিলেট সিটি’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে সায় দিয়েছেন। শিগগিরই প্রকল্পের টেন্ডার আহ্বান করা হবে। এরপর তিন ধাপে শুরু হবে বাস্তবায়ন কাজ। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঘরে বসেই সব নাগরিক সুবিধা পাবেন নগরবাসী। এ প্রকল্পের আওতায় পুরো সিলেট নগরী সিসি ক্যামেরার আওতায়ও চলে আসবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ‘ডিজিটাল বাংলাদেশ’ মডেলের অনুপ্রেরণায় সিলেটকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ হন জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন।

চলতি বছরের শুরুর দিকে সিলেটে এক অনুষ্ঠানে নিজের পরিকল্পনার কথা জানান ড. মোমেন। ‘ডিজিটাল সিলেট’ গড়ার স্বপ্নের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন ড. মোমেন। প্রধানমন্ত্রী তার প্রস্তাবে সায় দেন।

পরবর্তীতে একটি প্রকল্প আকারে ‘ডিজিটাল সিলেট নগরী’ শীর্ষক প্রস্তাবনাটি প্রধানমন্ত্রী বরাবর পেশ করা হয়। তিনি এতে ইতিবাচক সাড়া দেন।

‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পটি বাস্তবায়িত হলে ঘরে বসেই সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন নগরবাসী। এ প্রকল্পের আওতায় আধুনিক স্মার্ট নগরী হিসেবে গড়ে উঠবে সিলেট। ডিজিটাল নগরীতে বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল, ট্যাক্স পরিশোধ সবই করা যাবে অনলাইনে ঘরে বসেই। সিলেটের সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে কখন কোন ডাক্তার বসেন, হাসপাতালে কতটি সিট খালি আছে, কখন কোন সেবা পাওয়া যাবে প্রভৃতি সম্পর্কেও ঘরে বসেই জানতে পারবেন নগরবাসী। প্রকল্পের আওতায় পুরো নগরীতে ৩৮৩টি অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন করে নিশ্চিত হবে নাগরিক নিরাপত্তার বিষয়টিও। আধুনিক প্রযুক্তির আওতায় সবকিছু মনিটরিং করা হবে বলে নাগরিক ভোগান্তিও কমে যাবে অনেকটাই।

এদিকে, সিলেটের সার্বিক উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের বিষয়ে কথা বলেন ড. মোমেন। তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল সিটি হবে সিলেট। প্রধানমন্ত্রী এই প্রকল্পের অনুমোদন দিয়েছেন। প্রকল্পের টেন্ডার খুব শিগগিরই আহ্বান করা হবে। তিন ধাপে বাস্তবায়ন হবে প্রকল্পটির। এর আওতায় নগরীতে নিরাপত্তা নিশ্চিতে ৩৮৩টি সিসি ক্যামেরাও স্থাপন করা হবে। মতবিনিময় সভায় ড. মোমেন সিলেটে উন্নয়নের রূপরেখা তুলে ধরেন।

তিনি জানান, সিলেটে পূর্ণাঙ্গ একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজে এক হাজার শয্যাবিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণ, শহীদ শামসুদ্দিন শিশু হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২০০ শয্যায় উন্নীতকরণ, সিলেট সদর হাসপাতাল নির্মাণ, সিলেট ডেন্টাল হাসপাতালের পাঁচতলা ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া সিলেটের বিভিন্ন সড়ক সংস্কারে ৫০০ কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী