বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেশকে এগিয়ে নিতে নৌকার পাশে থাকুন : যশোরে প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন- আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের ধারা থেমে যাবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন গোলাভরা ধান, পুকুর ভরা মাছ খেয়ে-পরে মানুষ সুখে থাকে। কিন্তু যখন ধানের শীষ ক্ষমতায় ছিল তখনতো গোলা ভরা ধান ছিল না। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে শুধু নিজেরা খাবে, নিজেরা পরবে আর বিলাসিতা করবে।

রোববার বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে তিনি ২৮টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। সকালে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি। বেলা ১১টায় বিমান ঘাঁটি পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।

জনসভায় প্রধানমন্ত্রী বলেন- জাতীর জনক শেখ মুজিবুর রহমান ৭ই মার্চে যে ভাষন দিয়েছিলো আজ সেই ভাষন বিশ্ব স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন আমরা পদ্মা সেতু তৈরি করছি, রেল লাইন করছি, আর এই রেল লাইন দিয়ে খুব সহজে যশোরের সাথে ঢাকার যোগাযোগ হবে।

তিনি বলেন- আমরা আগামীকাল বই উৎসব করবো। আমরা বৃত্তি দিচ্ছি, মায়ের নামে মোবাইল ফোনের মাধ্যম্যে মেয়েদের উপবৃত্তি দিচ্ছি। ২০২১ সালের মধ্যে কোন ঘরে আন্ধকার থাকবে না। আমরা প্রত্যেক ঘরে আলো জ্বালাবোই। যেখানে বিদ্যুৎ পেীছাতে পারবো না সেখানে আমরা সোলার পেীছে দিবো।

তিনি বলেন- আমি আমার মা বাবা ভাই বোন সব হারিয়েছি। আমার হারাবার কিছু নেই। আমার বাবা আপনাদের নেতা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি চেয়ে ছিলেন গরিবের মুখে হাসি ফুটবে, একটা মানুষও না খেয়ে কষ্ট পাবে না। কোনো মানুষ গৃহহারা থাকবে না। কোনো মানুষ রোগে ধুঁকেধুঁকে মরবে না। প্রত্যেকে সুন্দর জীবন পাবে। আমার জীবনেও একটাই লক্ষ্য। বাংলাদেশের প্রত্যেক মানুষ পেট ভরে ভাত পাবে। রোগের চিকিৎসা পাবে। ছেলে মেয়ে শিক্ষা পাবে। উন্নত জীবন পাবে। আমি কি পেলাম না পেলাম সে চিন্তা আমি করি না। আমার মাথায় একটাই চিন্তা যে স্বপ্ন আমার বাবা দেখেছিলেন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করা। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। কথায় বলে নিয়তগুণে বরকত। আমাদের সেই নিয়ত ভালো দেখেই আজকে বরকত হয়। আমাদের দেশে ভালো ফসল ফলে। উদ্বৃত্ত হয়। আমরা খাদ্য রপ্তানি করতে পারি। সেই যোগ্যতাও আজ বাংলাদেশ অর্জন করেছে।

তিনি আরো বলেন- আজ সর্বত্র বাংলাদেশের সম্মান। অথচ বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল বাংলাদেশ সন্ত্রসী দেশ, বাংলাদেশ ভিক্ষুকের দেশ এই ধরনের একটা মনোভাব ছিল। আল্লাহর রহমতে আমরা বাংলাদেশকে মর্যাদা দিয়েছি। বাংলাদেশের মানুষকে সম্মান দিয়েছি। কারণ জাতির পিতা বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা ভিক্ষুক জাতি হতে চাই না। আমরা উন্নত জাতি হিসেবে বিশ্ব সভায় মাথা তুলে দাঁড়াতে চাই। তিনি আরো বলেন, আজ যে কেউ ইচ্ছে করলে কাজ করে খেতে পারে। আমরা সেই সুযোগ করে দিয়েছি। আর বিএনপি ক্ষমতায় থাকতে মানুষ হত্যা করেছে। দুর্নীতি করেছে। লুটপাট করেছে। খালেদা জিয়ার ছেলেরা যে টাকা চুরি করেছে, ঘুষ-দুর্নীতি করেছে। সেই টাকা জনগণের টাকা। তারা বিদেশে নিয়ে গিয়েছিল। আমরা সিঙ্গাপুরের ব্যাংক থেকে সেই টাকা ফেরত এনেছি।

তিনি বলেন- ২০১৪ তে নির্বচন ঠেকানোর নামে খালেদা জিয়ার হুকুমে ৫৮২টি স্কুল পুড়িয়ে দিয়েছে। শতশত বাস পুড়িয়েছে। গাড়ি পুড়িয়েছে। প্রিজাইডিং অফিসারদের আক্রমণ করেছে। পুলিশ বিজিবিসহ বিভিন্ন সংস্থার মানুষকে হত্যা করেছে। জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। এটাই নাকি তাদের আন্দোলন। এটাই নাকি তাদের সংগ্রাম। তিনি বলেন খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খাই, তারা মানিলন্ডারিং করে

যশোর জেলা আওয়ামিলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য পিযুষ ভট্টাচারিয়া, দিপু মনি, মোঃ হানিফ,ইসমত আরা সাদক, যশোর-৫ আসনের এমপি স্বপন ভট্টাচার্য, যশোর-৩ আসনের এমপি নাবিল আহমেদ, যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারসহ আরো অনেকে।

এর আগে দুপুরে যশোরের বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে দেশের স্বাধীনতা রক্ষা, উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বাংলার আকাশ মুক্ত রাখতে বাহিনীর সদস্যদের সচেষ্ট থাকারও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কারো কাছে ভিক্ষা করে নয়, মাথা উঁচু করে এগিয়ে যেতে চায়। এজন্য একাডেমি থেকে প্রাপ্ত প্রশিক্ষণ কাজে লাগাতে হবে।

এর আগে সকাল ১১টার দিকে যশোর পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বিএএফ একাডেমিতে পৌঁছে শেখ হাসিনা বিমান বাহিনীর নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে নতুন কমিশন প্রাপ্তদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএএফের অনুষ্ঠান শেষে বিকেলে যশোর ঈদগাহ ময়দানে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন- অতীতে যারা নৌকায় ভোট দিয়েছেন, তাদের প্রতি আহ্বান, আবারও আমাদের নৌকায় ভোট দেবেন, সেটাই আপনাদের কাছে আমি চাই। নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষকে সেবা করার সুযোগ দেবেন।

এসময় জনসভায় অংশ নেওয়া জনতাকে হাত তুলে নৌকা মার্কায় ভোট দেওয়ার সাড়া দিতে বলেন প্রধানমন্ত্রী। জবাবে জনতাও একযোগে হাত তুলে সাড়া দেন আওয়ামী লীগ সভাপতিকে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী আরও বলেন, তার দুই ছেলে দেশের মানুষের টাকা মেরে বিদেশে পাচার করেছে। ধরা পড়েছে আমেরিকায়, সিঙ্গাপুরে। এটা শুধু আমরা বলি না। আমেরিকার সংস্থার লোক এসে সাক্ষী দিয়ে যায়। আমরা সেই টাকা ফেরত এনে জনগণের উন্নয়নে কাজ করছি।

‘তাদের মা-ও কম যায় না। এতিমের জন্য টাকা এসেছে বিদেশ থেকে, সেগুলোও মেরে খেয়েছেন। যারা এতিমের টাকা মেরে খেয়েছে। লুটপাট-দুর্নীতি করেছে, তারা আবার কোন মুখে কথা বলে?’

এরপর মোট ২৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তিনি।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা নিরসন প্রকল্প (প্রথম ধাপ), সদর উপজেলার আমদাবাদ কলেজের সম্প্রসারণ কাজ, শার্শা উপজেলার পাকশী কলেজ সম্প্রসারণ কাজ, বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া ডিগ্রি কলেজের সম্প্রসারণ কাজ, ৫০০ আসনবিশিষ্ট শহীদ মশিউর রহমান অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল, পাবলিক লাইব্রেরির (তৃতীয় ধাপ) উন্নয়নকাজ, যশোর মেডিকেল কলেজ একাডেমিক কমপ্লেক্স, হয়বাতপুর ইউনিয়ন ভূমি কার্যালয় ভবন, নরেন্দ্রপুর ইউনিয়ন ভূমি কার্যালয় ভবন, মহাকাল ইউনিয়ন ভূমি কার্যালয় ভবন, পাটিবিলা ইউনিয়ন ভূমি কার্যালয় ভবন, যশোর পুলিশ সুপার ভবন, যশোর পুলিশ হাসপাতাল, শেখ রাসেল ভাস্কর্য, যশোর শহরের ১৩ কিলোমিটার সড়ক ও ২২ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং অভয়নগরের মালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ছাড়া প্রধানমন্ত্রী ভৈরব নদের জলাবদ্ধতা নিরসন ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, যশোর-বেনাপোল মহাসড়কের উন্নয়নকাজ, যশোর-বেনাপোলের পলাশবাড়ী-রাজঘাট অংশের উন্নয়নকাজ, কেশবপুর টিচার্স ট্রেনিং সেন্টার, যশোর কেন্দ্রীয় শহীদ মিনার, যশোর শহরের ২৫ কিলোমিটার সড়ক ও ২৪ কিলোমিটার ড্রেনেজ নির্মাণকাজ, হামিদপুর কম্পোস্ট প্ল্যান্ট, প্রি-ট্রিটমেন্ট প্ল্যান্ট, বায়োপ্ল্যান্ট এবং কন্ট্রোল ল্যান্ডফিল সেল ওয়ার্ক, ঝিকরগাছা পৌরসভা সম্প্রসারণ কাজ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ম্যুরাল, শেখ রাসেল শরীরচর্চা কেন্দ্র ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

৯ বছরে যশোরে সাড়ে ১১ হাজার কোটি টাকার উন্নয়ন, আগামী দিনের জন্য বরাদ্দ ৪০ হাজার কোটি টাকা
সবকিছুতে এগিয়ে থাকলেও উন্নয়নে বরাবরই অনেক পিছিয়ে ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর। শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোয়ায় পিছিয়ে থাকা যশোর অগ্রগামী হতে চলেছে। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে স্থাপিত হয়েছে আইসিটি পার্ক। যার নামকরণও হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে।
বর্তমান সরকারের ৯ বছরে অনেকখানি বদলে গেছে যশোর। সাড়ে ১১ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে এ জেলায়। আগামী দিনের জন্য বরাদ্দ হয়েছে আরো ৪০ হাজার কোটি টাকা। উন্নয়নের জোয়ারে সেই যশোর-এই যশোর একাকার হয়ে গেছে। সেই যাশোর ছিল আন্দোলন সংগ্রামের সূতিকাগার। সাংস্কৃতিক, রাজনৈতিক এমনকী সমাজ সামাজিকতাতেও এই জেলার রয়েছে বিশেষ খ্যাতি। ঐতিহ্যবাহী ৩৬০ দোয়ারি খ্যাত যশোর কালেক্টরেট ভবন, যশোর ইনস্টিটিউটের ঘূর্ণায়ণমান মঞ্চ এই জেলা সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক।
তাছাড়া ফুল, সবজি এবং মৎস্য উৎপদনের রয়েছে খ্যাতি। এজেলার খেজুর গুড় আর নকশীকাঁথা তুলনাহীন, একসময়ে হাড়ের চিরুনী ছিল জগৎজোড়া নাম। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত যশোর পৌরসভা। ১৮৫১ সালে প্রতিষ্ঠিত পাবলিক লাইব্রেরী উপমহাদেশের সর্বপ্রাচীন লাইব্রেরিগুলোর একটি।
৬ ডিসেম্বর ১৯৭১ এর প্রথম হানাদার মুক্তজেলা যশোর, মুক্ত দেশের প্রথম জনসভা এই যশোরের মাটিতে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এই যশোরকে ২০১২ সালে ২০ ডিসেম্বর দেশের প্রথম ডিজিটাল জেলা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক আগে থেকে বিভাগ ঘোষণার দাবি জানানো হলেও ডিজিটাল জেলা ঘোষণার সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবার ক্ষমতায় আসলে সিটি কর্পোরেশন করার ঘোষণা দেন। সেই থেকে যশোরবাসি আসায় বুক বেঁধে আছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জেলার উন্নয়নও কম নয়। সর্বশেষ তিনি চলতি মাসের ১০ তারিখে উদ্বোধন করেছেন যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক । ভৈরব নদ খননের জন্যে বাজেট বরাদ্দ হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত নয় বছরে ২শ ২৯ টি প্রকল্পের মাধ্যমে ১১হাজার ৫ শত ৮৬ কোটি ৯৫ লাখ টাকার উন্নয়ন হয়েছে যশোরে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এক হাজার ৮শ ৯৬ কোটি ৬৮ লাখ টাকার ১২০ টি প্রকল্প, গণপূর্ত বিভাগ ১৫ কোটি ৭ লাখ টাকার ৫ প্রকল্প, শিক্ষা প্রকৌশল বিভাগ ৫১ কোটি ৬৮লাখ টাকায় ৯টি প্রকল্প, জনস্বাস্থ্য্য প্রকৌশল বিভাগ ১০৫ কোটি ৬১ লাখ টাকায় ৯ প্রকল্প, সড়ক ও জনপথ বিভাগ এক হাজার এক কোটি ৫ লাখ টাকায় ১০ প্রকল্প, জেলা সমবায় বিভাগ ১৭ কোটি ৯০ লাখ টাকায় ৩ টি প্রকল্প, জেলা খাদ্য বিভাগ ৩৬৯ কোটি ৭০ লাখ টাকায় ৯ প্রকল্প, জেলা মৎস বিভাগ ৩৭ কোটি ১৪ লাখ টাকায় ৩৫ প্রকল্প, কৃষি বিভাগ ৪১৬ কোটি ৩ লাখ টাকায় ১৪ প্রকল্প, যুব উন্নয়ন বিভাগ ২ হাজার ৩৮ কোটি ৩৩ লাখ টাকায় ৩ টি প্রকল্প, ত্রান ও পুনবাসন বিভাগ ১ হাজার ৫০ কোটি ৭৬ লাখ টাকায় ৪ টি প্রকল্প, পানি উন্নয়ন র্বোর্ড ৬৫৬ কোটি ৬৬ লাখ টাকায় ৪ টি প্রকল্প এবং মহিলা বিষয়ক অফিস (৫০৫ কোটি ২৮ লাখ টাকায় ৪ প্রকল্প।
এছাড়াও আগামী ৫ বছরের সম্ভাব্য ৪২ টি প্রকল্পের জন্যে ৪০হাজার ৯১ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

বঙ্গবন্ধু আধুনিক বিমানবাহিনী গড়ার উদ্যোগ নেন : প্রধানমন্ত্রী

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী