মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দুই বাংলার মৈত্রী উৎসবে বাংলাদেশে ভারতীয় প্রতিনিধি দল

বাংলাদেশে এসেছেন ভারতীয় একটি প্রতিনিধি দল।

সার্ক কালচারাল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত দুই বাংলার মৈত্রী উৎসবে যোগদানের জন্য বিশেষ আমন্ত্রণে ভারতীয় জনতা পার্টি-বিজেপি’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট রাজকমল পাঠক, সর্ব ভারতীয় কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গ বিধান সভার বিধায়ক কাজী আব্দুর রহিম এবং আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদক অনমিত্র চট্টোপাধ্যায় বাংলাদেশে এসেছেন।

প্রতিনিধি দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

পরিদর্শন করেছেন ঢাকেশ্বরী জাতীয় মন্দির, শহীদ মিনার, রামকৃষ্ণ মিশন প্রভৃতি।

বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতীয় জনতা পার্টি-বিজেপি’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট রাজকমল পাঠক, সর্ব ভারতীয় কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গ বিধান সভার বিধায়ক কাজী আব্দুর রহিম এবং আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদক অনমিত্র চট্টোপাধ্যায়। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় তাদের সঙ্গে ছিলেন সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন দে।

সাক্ষাত্কালে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রাজকমল পাঠক বলেন- মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দ্রুত ফেরত নিতে হবে। এজন্য ভারত সরকার মিয়ানমার সরকারের ওপর চাপ রেখেছে। রোহিঙ্গাদের পাশাপাশি মিয়ানমার থেকে বিতাড়িত হিন্দুদের বিশেষ সুরক্ষার জন্যও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান বিজেপির এই নেতা।

সার্ক কালচারাল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত দুই বাংলার মৈত্রী উত্সবে যোগদানের জন্য জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা এমপি’র ব্যক্তিগত আমন্ত্রণে গত ২৬ অক্টোবর বাংলাদেশে আসেন পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা।

সৌজন্য সাক্ষাতের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন- বাংলাদেশ একটি অসামপ্রদায়িক রাষ্ট্র। এখানে সামপ্রদায়িকতার স্থান নেই। সংখ্যালঘুদের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। তাদের নিরাপত্তায় সরকার সব ধরনের ব্যবস্থা করেছে।

এসময় বিজেপি নেতা রাজকমল পাঠক বলেন- ভারতের সীমান্ত এলাকায় আতঙ্কবাদীদের কঠোরভাবে দমন করায় ভারতের জনগণ বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।

কংগ্রেস নেতা বিধায়ক কাজী আব্দুর রহিম বলেন- রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন।

এদিকে, ভারতীয় প্রতিনিধিরা শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, শহীদ মিনার, রামকৃষ্ণ মিশন ইত্যাদি পরিদর্শন করেন। এসময় তাদের সাথে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা.সুব্রত ঘোষ।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী