বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দখলদারী সরকার‌কে বিদায় করতে হবে : মির্জা ফখরুল

‘যে কো‌নও মূ‌ল্যে বর্তমান দখলদারী ক্ষমতাসীন সরকার‌কে বিদায় ক‌রে জনগ‌ণের সরকার প্রতিষ্ঠা কর‌তে হ‌বে। কেননা দে‌শের মানুষ এদের কাছ থে‌কে মু‌ক্তি পেতে চায়, চায় প‌রিবর্তন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দেশনায়ক তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর আয়োজন করে।

ক্ষমতাসীন সরকারকে সরাতে হলে হাতিয়ার লাগবে বলেও মন্তব্য করেছেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘স্বাভা‌বিক পদ্ধ‌তি‌তে জগদ্দল পাথ‌রের ম‌তো ব‌সে থাকা সরকার‌কে সরা‌তে পার‌বো ব‌লে ম‌নে হয় না। সরকার‌কে বিদায় কর‌তে আমা‌দের হা‌তিয়ার লাগ‌বে। কারণ এরা জনগণের অধিকার কে‌ড়ে নি‌য়ে বন্দুক, পিস্তল হা‌তে নি‌য়ে জোর ক‌রে ক্ষমতায় ব‌সে আছে। তাই এদেরকে সরা‌তে হ‌লে এবং জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা কর‌তে রু‌খে দাঁড়া‌তে হ‌বে। সবাইকে জে‌গে উঠ‌তে হ‌বে।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‌‘যে কো‌নও মূ‌ল্যে বর্তমান দখলদারী ক্ষমতাসীন সরকার‌কে বিদায় ক‌রে জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা কর‌তে হ‌বে। কেননা দে‌শের মানুষ এদের কাছ থে‌কে মু‌ক্তি প‌ে‌তে চায়, চায় প‌রিবর্তন। শুধু ভাই ভাই ব‌লে স্লোগান না দি‌য়ে অঙ্গীকার কর‌তে হ‌বে। আমরা য‌দি খা‌লেদা জিয়া‌কে প্রধানমন্ত্রী বানা‌তে পা‌রি এবং বেগম জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা কর‌তে পা‌রি তাহ‌লেই তা‌রেক রহমান নির্বা‌সিত থে‌কে দে‌শে আস‌বেন, অন্যথায় নয়।’

বিএন‌পি মহাস‌চিব ব‌লেন, ‘সরকার‌ দে‌শের প্র‌তি‌টি প্র‌তিষ্ঠান ধ্বংস করে দি‌চ্ছে। এরা বাংলা‌দেশ‌কে এক‌টি ব্যর্থ রা‌ষ্ট্রে প‌রিণত করার ষড়য‌ন্ত্রে লিপ্ত র‌য়ে‌ছে। মেগা প্র‌জে‌ক্টের না‌মে মেগা লুট চালা‌চ্ছে। দে‌শের প্রধান‌ বিচারপ‌তি‌কে পর্যন্ত প্রথ‌মে দেশ ছাড়‌তে পরবর্তী‌তে পদত্যা‌গে বাধ্য করে‌ছে। তাই এরা য‌দি রাষ্ট্র ক্ষমতায় থা‌কে তাহ‌লে দে‌শের পতাকা থাক‌বে কিন্তু স্বাধীনতা সার্ব‌ভৌমত্ব ও অস্তিত্ব থাক‌বে না।’

দ‌লের সি‌নিয়র ভাইস চেয়ারম্যান তা‌রেক রহমান‌কে জন্ম‌দি‌নের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে তি‌নি বলেন, ‘তা‌রেক রহমান তরুণ‌দের নেতা। তি‌নি স্বপ্ন দে‌খি‌য়ে‌ছেন নতুন বাংলা‌দে‌শের। যেখা‌নে থাক‌বে না গুম খুন ও বিচারব‌র্হিভূত হত্যা। তাই স‌ত্যিকার অর্থে দেশ ও জা‌তির স্বাধীনতা ও মানু‌ষের মু‌ক্তি,গণতন্ত্র পে‌তে সবাই‌কে ঐ‌ক্যবদ্ধভা‌বে জে‌গে উঠ‌তে হ‌বে।’

ছাত্রদল সভাপ‌তি রাজীব আহসা‌নের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় আরও বক্ত‌ব্য দেন সা‌বেক ছাত্র‌ নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, খায়রুল ক‌বির খোকন, ফজলুল হক মিলন, আজিজুল বারী হেলাল, শহীদ উ‌দ্দীন চৌধুরী, কামরুজ্জামান রতন, সুলতান সালাহ উ‌দ্দীন টুকু, আমিরুল ইসলাম আলীম, আব্দুল কা‌দির ভুইয়া জু‌য়েল, ছাত্রদ‌লের সি‌নিয়র সহ সভাপ‌তি মামুনুর রশীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

 কক্সবাজার জেলা কমিটি অনুমোদন
মোঃ শাহজাহান চৌধুরী সভাপতি এবং এ্যাডভোকেট শামীম আরা স্বপ্না-কে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা বিএনপি’র ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।
২২নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী