পরীক্ষায় নকল : ছাত্র বহিষ্কার
তালা হাসপাতালের অনিয়ম তদন্ত শুরু করেছে সাতক্ষীরা সিভিল সার্জন ॥ জনমনে স্বস্তি
তালা হাসপাতালের সার্বিক স্বাস্থ্য-সেবার বাস্তব চিত্র নিয়ে ধারাবাহিক তথ্যবহুল সংবাদের প্রেক্ষিতে অবশেষে তদন্ত কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।
সোমবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন মোঃ তহিদুর রহমান তালা হাসপাতালে যান এবং বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করেন।
এসময় হাসপাতালের ডাক্তার-কর্মচারীদের মধ্যে ব্যাপক কর্ম প্রাণ চাঞ্চল্য পরিলক্ষিত হয়। এমনকি কাল তাদের পোষাক-পরিচ্ছেদ থেকে শুরু করে এমনকি গলায় পরিচয়পত্র ঝুলিয়ে চলতে দেখা যায়। স্থানীয় সাংবাদিকরা তাকে সাম্প্রতিক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের কপি সরবরাহ ও স্থানীয় নাগরিক সমাজের পক্ষে সংকট নিরসনে স্মারকলিপি প্রদান করেন। তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি তাৎক্ষণিক সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করতে রাজি হননি।
সম্প্রতি পাঠকপ্রিয় অনলাইন নিউজ পেপার ‘কলারোয়া নিউজ’সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে তালা হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য চিত্র, অনিয়ম ও দূর্নীতির তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। কলমের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা রাজপথে মানববন্ধন কর্মসূচীও পালন করে।
এনিয়ে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দৌড়-ঝাঁপ শুর হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট প্রশাসনের। তদন্তকালে জেলা সিভিল সার্জন অবশ্য তার বিলম্বে তদন্ত কার্যক্রম শুরুর কথা স্বীকার করে হাসপাতালটির আদ্যপান্ত নিয়ে তদন্ত করছেন বলে জানান সাংবাদিকদের।
এদিকে তদন্তকালে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় নাগরিক সমাজের পক্ষে বিভিন্ন দপ্তরে করা স্মারকলিপির কপি সরবরাহ করা হয় সিভিল সার্জনকে।
এর আগে হাসপাতালের ডাক্তার সংকট থেকে শুরু করে টেকনিশিয়ান নাসিরুল হকের ১৫ বছর অফিস নাকরেও বেতন-ভাতা উত্তোলনের তথ্যসহ হাসপাতালের কোয়ার্টার ভাড়ার কোন টাকা সরকারি কোষাগারে জমা না হওয়া, এ্যম্বুলেন্স চালকের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। তবে এত কিছুর পরও কোন প্রশাসনিক পদক্ষেপ নানেয়ায় আশংকা আরো বেগবান হয় ভুক্তভোগী রোগী সাধারণের মধ্যে। এছাড়া হাসপাতাল কতৃপক্ষও বিভিন্ন বিষয়ে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেয় সাংবাদিকদের। টেকনিশিয়ান নাসির উদ্দীনের বিরুদ্ধে খবর প্রকাশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন তো দুরের কথা, উপরন্ত তার ১ মাসের ছুটি মঞ্জুর করেন। কর্মকর্তা-কর্মচারীরা তালার পত্রিকা পরিবেশকদের হাসপাতাল চত্ত্বরে কোন পেপার নিয়ে ঢুকতে নিষেধ করতে রীতিমত হুমকি প্রদান করেন।
সর্বশেষ এব্যাপারে সাতক্ষীরা জেলা সিভিল সার্জনের হাসপাতালে এসে তদন্ত কার্যক্রম শুরু হওয়ায় স্বস্থি ফিরেছে স্থানীয় ভূক্তভোগী রোগী সাধারণসহ সচেতন এলাকাবাসীর মধ্যে।
ধারণা করা হচ্ছে সিভিল সার্জনের হস্তক্ষেপে নতুন করে গতি ফিরতে পারে তালা হাসপাতালের সার্বিক স্বাস্থ্য সেবার এমনটাই প্রত্যাশা তাদের।
তালায় পরীক্ষায় নকল করার দায়ে এক ছাত্র বহিষ্কার
সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদহ কেএমএসসি কেন্দ্রে এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে সোমবার (৫ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় নকল করার দায়ে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত রাকিব হোসেন ফলেয়া-চাঁদকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদ হোসেন বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন