বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আছিয়া-নজির স্মৃতি আট দলীয় নক-আউট ফুটবল

টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মহসিন রেজা ফুটবল একাদশ বিজয়ী

সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয়ের স্থায়ী ও সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল বলেন দেশের ফুটবলকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার। বাংলাদেশ ক্রীড়াসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এজন্য বাংলাদেশ পৃথিবীর মধ্যে তার যোগ্য সম্মান অর্জন করবে। ফুটবল এখনও জনপ্রিয় খেলা তা আবারও প্রমাণিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়াসহ সকল ক্ষেত্রে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে বর্তমান সরকার অনেক বেশি বরাদ্ধ দিচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ফুটবল, ক্রিকেটসহ সকল খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেজন্য প্রধানমন্ত্রী দেশের তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির জন্য দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মানের ঘোষণা দিয়েছেন। নানামুখী সাফল্যে বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। খেলা হলো একটি জাতির পরিচায়ক। খেলার মাধ্যমে খেলোয়াড়রাই দেশকে বিশ্বের দরবারে পরিচিতি করে। “মাদক ও সামাজিক অন্যান্য অসঙ্গতিকে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুল মাঠে ডা. রুহুল হক এমপি’র গুনী পিতা নজির আহম্মেদ ও মাতা আছিয়ার নামে আছিয়া-নজির স্মৃতি আট দলীয় নক-আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাকছিলেন।

সমাজসেবক আলহাজ্ব মো. ওমর হালদার’র সভাপতিত্বে ২৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত ফুটবলের ফাইনাল খেলায় দেশী-বিদেশী খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত শ্যামনগরের চালতেঘাটা মহসিন রেজা ফুটবল একাদশ বনাম কালিগঞ্জের কদমতলা পি.ডি.কে মিতালী সংঘ এর মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় গতবারের চ্যাম্পিয়ন পি.ডি.কে মিতালী সংঘকে ২-১ গোলে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মহসিন রেজা ফুটবল একাদশ।

নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য এস এম আসাদুর রহমান সেলিম ও নুরুজ্জামান জামু, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুবীর দত্ত, দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শাহিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মুজিবর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনিছুজ্জামান খোকন, নলতা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সাবেক প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী, নলতা আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা মোঃ জাহিদ হোসেন মোঃ ফিরোজ শাহরিয়ার, টুর্ণামেন্ট আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক বদরুল আহসান বাবু,মিলন হোসেন, সাইদুল ইসলাম সরদারসহ অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি, শ্যামনগর, সাতক্ষীরাসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার প্রায় ৩০ হাজার ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় বিবেচিত হন বিজয়ী দলের গোল রক্ষক মাসুদ এবং টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় বিবেচিত হন রানার্সআপ দলের বিদেশি খেলোয়াড় নানা । খেলা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন মহসিন রেজা ফুটবল একাদশের মহসিনের হাতে ৮০ হাজার টাকার প্রাইজ মানি ও আছিয়া-নজির এর ছবিযুক্ত শিল্ড এবং রানার্সআপ পি.ডি.কে মিতালী সংঘের মাস্টার রফিকের হাতে ৫০ হাজার টাকার প্রাইজ মানি ও আছিয়-নজির এর ছবিযুক্ত শিল্ড প্রদান করেন। খেলা পরিচালনা করেন ঢাকা থেকে আগত ফিফা রেফারি মোঃ মিজানুর রহমান। সহকারী ছিলেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, ফারুক হোসেন, স্বপন, সৈয়দ মোমেনুর রহমান ও ম্যাচ কমিশনার সুকুমার দাশ বাচ্চু। ধারাভাষ্যকর ছিলেন শিক্ষক শেখ আলমগীর কবির, ইসমাঈল হোসেন মিলন। খেলার পূর্বে প্রধান অতিথি বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। খেলা শেষে সন্ধ্যায় দেশি-বিদেশী আতোষবাঁজি প্রদর্শনী হয়।

ভাড়াশিমলা ইউনিয়ন দুর্ণীতি প্রতিরোধ কমিটি‘র সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভা ২৬ জানুয়ারী বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি অধ্যাঃ ইয়াছিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্ণীতি প্রতিরোধ কমিটির উপজেলা সহ সভাপতি এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম। ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। উপস্থিত ছিলেন ভাড়াশিমলা কমিটির সহ সভাপতি প্রদীপ কুমার পাল, সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম,সদস্য শান্তি গোপাল চক্রবর্তী, সদস্য গাজী লুৎফর রহমান ও সদস্যা জোবেদা খানম, সাংবাদিক আতিকুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র