বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

টিউলিপের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় লন্ডনে বিএনপি নেতা বহিষ্কার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সাথে ছবি তোলার অপরাধে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি শেখ শামসুদ্দিন আহমেদ শামীমকে দল থেকে বহিষ্কার করেছে যুক্তরাজ্য বিএনপি। শেখ শামীম সংবাদ সম্মেলনে নিজেই এ কথা জানিয়েছেন।

জানা যায়, ‘আগামী ৮ জুনের নির্বাচনে ব্রিটেনের লেবার দলীয় এমপি প্রার্থী বঙ্গবন্ধুর নাতনি, শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের নির্বাচনী প্রচারণায়, লেবার পার্টির সদস্য হিসাবে যোগ দিয়েছিলেন শেখ শামসুদ্দিন আহমেদ শামীম। নির্বাচনী প্রচারণার সময়ে শেখ রেহানার সাথে একটি ছবিও তোলেন তিনি। আর এই অপরাধেই তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ স্বাক্ষরিত এক বার্তায় সংবাদ মাধ্যমে শুক্রবার জানানো হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ইমেজ ক্ষুন্ন এবং দলের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে দলীয় সিদ্ধান্ত মোতাবেক শেখ শামসুদ্দিন আহমেদ শামীমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার সহ-সভাপতির পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দলের প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। ‘

অন্যদিকে, শেখ শামসুদ্দিন আহমেদ শামীম শুক্রবার বিকালে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি যুক্ত্যরাজ্য লেবার পার্টির রাজনীতির সাথে জড়িত। শেখ রেহানা কিংবা টিউলিপ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নন, কোনো পদ পদবীও নেই। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন অনলাইন পত্রিকায় শেখ রেহানার সাথে আমার ছবি প্রচার করে আমাকে বহিষ্কারের সংবাদ প্রচার করা হচ্ছে। যা কোনোভাবেই দলীয় শৃংখলা ভঙ্গের কোনো নিয়মে পড়ে না।

বিগত দিনে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রবাসে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ২০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি।

বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টাকার বিনিময়ে লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির কমিটি দেয়ারও অভিযোগ তুলে শামীম বলেন, নর্থ ওয়েস্ট বিএনপির কমিটিতে আওয়ামী লীগের একজনকে সভাপতি করা হয়েছে। যিনি কয়েকমাস আগেও রাষ্ট্রপতির সাথে ছবি তুলেছেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। তার ব্যাপারে কোনো ব্যবস্থা না নিয়ে আমার বিরুদ্ধে এই আক্রোশ কেন?

তিনি অারও বলেন, আমার বিরুদ্ধে যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমি নিজেই দল থেকে সরে দাঁড়াব।

জানতে চাইলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, শেখ রেহানার সাথে ছবি প্রচারের জন্য শামীমকে দল থেকে বহিষ্কার করা হয়নি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিষয়গুলো দলীয়ভাবে তদন্ত হচ্ছে, পরবর্তীতে সংবাদ মাধ্যমেকে বিস্তারিত জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী