মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

টাইগারদের লজ্জার হার; কাঠগড়ায় সিনিয়রদের ব্যাটিং

নিউজিল্যান্ড গিয়ে স্বাগতিক দলটির বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে সফরকারী বাংলাদেশের হোয়াটওয়াশের কারণ হিসেবে সিনিয়র ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংকেই দায়ী করলেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের হারের অন্যতম কারণ হিসেবে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন পাপন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটিং নিয়ে পাপনের অভিমত, ‘ওয়ানডে তিনটির মধ্যে দুটোতেই আমাদের জয়ের সম্ভাবনা ছিল। এ ধরনের পরিস্থিতিতে আমরা সাধারণত জয় পাই। টি-টোয়েন্টিতেও তাই। জয়ের সম্ভাবনা আমাদের তৈরি হয়েছিল, কিন্তু আমরা পারিনি। এই দুই ফরমেটে হারের যে কারণ সেটা কিন্তু ঘুরে ফিরে একটাই। ব্যাটিংটাই, আমাদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেননা ওয়ানডেতে আমরা এত সুন্দর ওপেনিংয়ের পরেও মিডল অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। মানে কোনো রানই আমরা করতে পারিনি। কিন্তু আমাদের ভালো রান হওয়া উচিত ছিল। ওয়ানেডতে টপ অর্ডার ভালো ব্যাটিং করছে।’

পাপন যোগ করেন, ‘আপনি যদি টি-টোয়েন্টি সিরিজ দেখেন, দেখবেন টপ অর্ডাররা ওয়ানডের মতো রান করতে পারেনি। ওয়ানডেতে টপ অর্ডার যে ভূমিকা রেখেছে সেটা রাখতে পারলেও আমাদের স্কোরটা আরও ভালো হত।’

টি টোয়েন্টিতে টপ অর্ডাররা ভালো করলেও টেস্টে তারা সেই ধারাবাহিকতা রাখতে পারেননি জানিয়ে পাপন বলেন, ‘আমরা আগেও বলেছি টেস্টের জন্য আমাদের আলাদা প্লেয়ার রাখতে হবে। এর প্রধান কারণ ছিল শট নির্বাচন। আমাদের টপ অর্ডারে যেসব সিনিয়র প্লেয়াররা আছে তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যে স্টাইলে খেলেছে, টেস্টেও একই স্টাইলে খেলেছে। টেস্ট খেলার একটা ধরন আছে। যেহেতু পাঁচ দিনের খেলা, সেহেতু লম্বা সময় ধরে খেলতে হয়। টেস্টে তিনটা অপশন থাকে, একটা ড্র যা পরিস্থিতি বুঝে খেলতে হয়। একটা জয় ও একটা হার।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আপনি যদি প্রথম টেস্ট দেখেন, দু’দলের যেখানে ১ হাজারের মতো রান হয়েছে, সেই ম্যাচ ওদের জেতার কোনো সম্ভাবনাই ছিল না। ওই ম্যাচে আমাদের যা করণীয় ছিল; সময় নষ্ট করবো ও বেশি সময় ধরে খেলবো। তাতে করে হয় জিতবো না হয় ড্র করবো। আমাদের আরও ১ থেকে দুই ঘণ্টা ক্রিজে থাকা উচিৎ ছিল। নিশ্চিত ড্র হতো, না হলে আমরা জিততাম।’

পাপন যোগ করেন, ‘পরিতাপের বিষয় হলো আমাদের ড্র কিংবা জয় আসেনি। দলের জন্য যেটা দরকার, দেশের জন্য যেটা দরকার, পরিস্থিতি মোতাবেক যেটা দরকার সেটা তারা করেনি। বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের ব্যাটিং ছিল এমনই। সহজ ক্যাচ হাত থেকে পড়েছে। রান আউট হওয়ার হিরিক দেখা গেছে। টেস্টে রান নেয়ার এমন কি তাড়া থাকে? বিষয়টি এমন না যে একটি রান হলেই আমরা ম্যাচ জিতবো। রান আউট হতে গিয়ে ইনজুরিতে পড়ার মতো ঘটনাও ছিল। এর পেছনেও কারণ ছিল দায়িত্বহীন ব্যাটিং। আমি সিনিয়র ব্যাটসম্যানদের কথা যদি বলি, তারা প্রত্যেকে এত বছর ধরে খেলে আসছে, অথচ তাদের পরিকল্পনা ও চিন্তাধারা নেই। ওদের প্ল্যানিং বোঝা যায় শট নির্বাচনে। যখন মুশফিক, ইমরুল ও মুমিনুল ইনজুরিতে তখন যদি আপনি বাজে রকমের শট খেলে আউট হয়ে বলেন, আমিতো প্রথম ইনিংসে রান করেছি, তাহলে হবে না। বারবার একই শটে আউট হচ্ছে মানে বোলাররাও তাকে একই বল দিচ্ছে। অতএব বিষয়টি নিয়ে আমাদের আরও কাজ করতে হবে।’

তবে পাপন ব্যাটসম্যানদের দোষী করলেও প্রশংসা করেছেন বোলারদের ও নতুনদের, ‘বোলিংয়ের কথা যদি বলি, তাহলে বলবো ওই ধরনের কন্ডিশনে দারুণ বোলিং ছিল। অভিষিক্ত হয়েও তাসকিন, রাব্বি বোলিংয়ে ভালো করেছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!