মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

জামায়াত নেতার নেতৃত্বে কলারোয়ার সরসকাটি বাজারে সরকারি খাল দখলের মহোৎসব!

কলারোয়া উপজেলার সরসকাটি বাজারে ওফাপুর মৌজায় সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে। কপোতাক্ষ নদের সাথে সংযুক্ত ওই অঞ্চলের পানি নিষ্কাষনের অন্যতম ওফাপুর খাল ও সরকারি জমি আংশিক দখলের ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কতিপয় স্বার্থনেষি মহলকে ম্যানেজ করে স্থানীয় এক জামায়াত নেতার নেতৃত্বে ওই দখলের মহোৎসব হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান- উপজেলার সরসকাটি বাজারসহ পার্শ্ববর্তী এলাকাটি বর্ষা মৌসুমে বন্যা কবলিত বা জলাবদ্ধ হয়ে পড়ে। বর্তমান সরকার যখন বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে খাল-নদী খননসহ অন্যান্য ভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিক তখনি স্থানীয় চিহ্নিত কতিপয় জামায়াত নেতারা সরসকাটির ওই খাল দখলে মেতে উঠেছে। সরসকাটি বাজারের মোটরসাইকেল স্ট্যান্ডের পাশে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করছে, যার মূল নেতৃত্ব দিচ্ছে জামায়াত নেতা মজনু সানা। সেখানে আনুমানিক ৪/৫ কাঠার রাস্তার পাশে কিছুটা ব্যক্তি মালিকানাধীন জমি থাকলেও পিছনের অংশে সরকারি ও খালের জায়গা দখল হয়েছে ভবন নির্মানের কাজে।

স্থানীরা অভিযোগ করে জানান- পার্শ্ববর্তী যশোর জেলার কেশবপুর উপজেলার বরণড়ালী গ্রামের সাবেক মেম্বার ঢালু, একই এলাকার জামায়াত নেতা শাহাদাত হোসেন ও কলারোয়া উপজেলার জামায়াতের ‘ক্যান্টনমেন্ট খ্যাত’ গাজনা গ্রামের জামায়াত নেতা মজনু সানার নেতৃত্বে সরকারি ওই খাল দখল করে বহুতল ভবন নির্মান করা হচ্ছে। মজনু সানা যুবলীগ সভাপতি মেহেদি হাসান জর্জ হত্যা মামলার প্রধান আসামি ও জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা কামরুজ্জামানের আপন চাচা।
মাওলানা কামরুজ্জামান কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে সেসময় তার পরিবারের মজনু, রিপনসহ অন্যান্যরা মিলে ইউনিয়ন আওয়ামীলীগ নিধনে মেতে ওঠে।
আর জামায়াত নেতা মজনু সানার একমাত্র ছেলে টিপু খুলনা শহরের চিহ্নিত শিবির ক্যাডার। বেশ কিছুদিন আগে নাশকতা মামলায় তাকে খালিশপুর থানা পুলিশ আটক করে ও সে জেল খাটে।
তাছাড়া গাজনা গ্রামটি জামায়াত ও শিবির অধ্যুষিত বলে স্থানীয়রা জানান।

সেই জামায়াত নেতাদের প্রত্যক্ষ নেতৃত্বে সরকারি খালের অংশ বিশেষ দখল হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জামায়াত নেতা শাহাদাত হোসেন জানান- কিছু জায়গা আমাদের ব্যক্তি মালিকানা আর কিছু খালের হতে পারে।
এ রিপোর্ট লেখার সময় অভিযুক্ত অন্যদের বক্তব্যের জন্য যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

বিষয়টি নিরসনে ভুক্তভোগী এলাকাবাসী সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট ঊদ্ধর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা