মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

চিরনিদ্রায় শায়িত হলেন বারী সিদ্দিকী

চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক বারী সিদ্দিকী।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিল্পীর নিজ হাতে গড়া কার্লি গ্রামের বাউল বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বিকাল সাড়ে তিনটায় নেত্রকোনা জেলা শহরে বারী সিদ্দিকীর লাশবাহী এম্বুলেন্স পৌঁছালে হাজারো ভক্তদের ঢল নামে। বিকাল সাড়ে ৪ টায় প্রিয় শিক্ষাঙ্গণ নেত্রকোনা সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিএনপি, কমিউনিস্ট জাসদসহ অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মী, জেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পী গোষ্ঠী, শতদল শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক নেতাকর্মীরা অংশ নেন। পরবর্তীর্তে ফুলেল শ্রদ্ধায় সিক্ত করে সাড়ে ৬ টায় রৌহা ইউনিয়নের কারলি গ্রামে নিজ প্রতিষ্ঠিত বাউল বাড়ি পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এসময় বিভিন্ন গ্রামের মানুষ শেষবারের মতো প্রিয় শিল্পীকে এক নজর দেখার জন্য ভীর জমান।

সরকারি কলেজ মাঠে জানাজায় অংশ নেন, বিচারপতি ওয়াবায়দুল হক শাহীন, জেলা প্রশাসক ড, মুশফিকুর রহমান, ঢাকা থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সম্পাদক সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাবেক পিপি এডভোকেট গোলাম মোহাম্মদ বিমল, জেলা যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুখ, সাবেক ছাত্রনেতা শামছুর রহমান ওরফে ভিপি লিটন, জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য মুস্তাফিজুরর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, শিল্পকলা একাডেমীর সাবেক সম্পাদক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সানাওয়ার হোসেন ভুইয়া, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ.ফ.ম রফিকুল ইসলাম আপেল, সম্পাদক জিয়াউর রহমান খোকনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা যুবলীগের আহ্য়বাক মাসুদ খান জনিসহ অন্যান্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরবর্তীতে নিজ প্রতিষ্ঠিত কারলি গ্রামের বাউল বাড়িতে জানাজায় অংশ নেন যুব ও ক্রীড়া বিষয়ক উপ মন্ত্রী আরিফ খান জয়। এসময় নেত্রকোনা কলমাকান্দা আসনের এমপি ছবি বিশ্বাস ফুলেল শ্রদ্ধা জানান।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী