মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘গতকালের তথ্য আজকে নয়, তাৎক্ষনিক ভাবে জানা সম্ভব হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির কল্যানে’ : মুস্তফা লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘তথ্য প্রযুক্তির কল্যানে বিশ্ব এখন হাতের মুঠোয়। বিংশ শতাব্দিতে বিশ্বায়নের যুগে বিজ্ঞানের বদৌলতে মানুষ এগিয়ে চলেছে দূরন্ত গতিতে।’

বুধবার বিকেলে কলারোয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ৩দিন ব্যাপী বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন- ‘গতকালের তথ্য আজকে নয়, বরং এখনকার সকল তথ্য তাৎক্ষনিক ভাবে জানা সম্ভব হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তির কল্যানে। শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল সরকার বাংলাদেশকে বিশ্বের দরবারে আইসিটি সেক্টরে উচ্চ স্থানে পৌছে দিতে কাজ করছেন।’

অবাধ তথ্য প্রযুক্তি যেন কোনভাবেই নেতিবাচক ভাবে অপব্যাবহার না হয় সেদিকেও সকলকে সজাগ ও সচেতন থাকার আহবান জানান কেন্দ্রীয় ওয়ার্কার্সপার্টির পলিটব্যুরো এই সদস্য।

‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম,

অনুষ্ঠানে উপস্থিতির একাংশ।

ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস দাস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা পারভীন, অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দীক বাবর, প্রধান শিক্ষক আ. আলিম, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক আ.সাত্তার, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়া ৩০টি স্টল শোভা বর্ধন করে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদরাসার সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা