বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

খালেদা জিয়ার সাথে বিএনপির ভাইস চেয়ারম্যানদের বৈঠক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার সাথে বৈঠক করেছেন দলটির ভাইস চেয়ারম্যানগণ।

১৮ নভেম্বর শনিবার রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় উপস্থিত ছিলেন।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ২৬জন ভাইস চেয়ারম্যানের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক বিষয়াদী নিয়ে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৬ জন ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে এ বৈঠক শুরু হয়েছে। খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের সাংগঠনিক বৈঠকে বসেছেন।

দলের সর্বশেষ কাউন্সিলে ৩৪ জন ভাইস চেয়ারম্যান করা হয়। বৈঠকে চলমান রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

দেশের চলমান পরিস্থিতি এবং সংগঠনের কার্যক্রম জানতে দলের ভাইস চেয়ারম্যানদের বৈঠকে ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বেগম জিয়া দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে বৈঠক করে দেশ ও দলের পরিস্থিতি সম্পর্কে জানছেন। এসব সাংগঠনিক বৈঠক।

দেশে সত্য প্রকাশের স্বাধীনতা নেই : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে সত্য প্রকাশের স্বাধীনতা নেই, মতপ্রকাশের স্বাধীনতা নেই। শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, এমনকি সাংবাদিকও এখন গুম হচ্ছেন।

শনিবার দুপুরে নগরীর একটি ক্লাবে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে খুলনা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ৫ জানুয়ারির মত এদেশে আর কোনো ভোটারবিহীন নির্বাচন হবে না। আওয়ামী সরকার নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায় বলেই তারা আবারো ভোটারবিহীন নির্বাচনের পায়তারা করছে।

সভায় বক্তৃতা করেন, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর, রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, খান জুলফিকার আলী জুলু, মোল্লা মফিজুর রহমান, অ্যাড. মোমরেজুল ইসলাম, শামীম কবীর প্রমুখ।

আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি

প্রসঙ্গত, গত বুধবার রাতে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন বেগম জিয়া। গত রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পর দলের সিনিয়র নেতাদের সাথে নিয়মিত বৈঠকে বসবেন তিনি। খুব শিগগিরই দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথেও বৈঠক করবেন বলে জানা গেছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম গ্রেপ্তার
জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার প্রেসক্লাব থেকে যাওয়ার পথে পুরানা পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য জানিয়েছেন সংগঠনটির ক্রিয়া বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ।
তিনি বলেন, প্রেসক্লাবে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্র ফোরামের একটি অনুষ্ঠান অংশগ্রহণ শেষে ফেরার পথে পল্টন মোড়ে ডিবি পুলিশ ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের পর প্রথম পুরানা পল্টন পুলিশ বক্সে নেয়ার পর তাকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। সংগঠনটির সহ-সভাপতি মামুন বিল্লাহ জানান, যতদূর শুনেছি আকরামকে পল্টন থানায় নেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানিয়েছেন, মতিঝিল থানার একটি মামলায় তার নামে আদালত থেকে গ্রেপ্তারের ওয়ারেন্ট বের হয়, সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মতিঝিল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী