শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা; রাজধানীতে বিক্ষোভ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
শুক্রবার ধোলাইখাল এলাকায় দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে ওই মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আকতারুজ্জামান বাচ্চু, বিএনপির ঢাকা দক্ষিণের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাদিম, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, রফিকুল ইসলাম রাসেল, মহানগর বিএনপি নেতা জাহিদ হোসেন নওয়াব, রফিকুল ইসলাম স্বপন, আবদুল আজিজ, রাশেদ সরকার, আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

‘সরকারের অসহিষ্ণুতা দেশকে বিশৃংখলার দিকে ঠেলে দিচ্ছে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের অসহিষ্ণুতা দেশকে বিশৃংখলার দিকে ঠেলে দিচ্ছে। সরকারের বিরুদ্ধে দেয়া রায় বাতিলে রাজি হননি বলেই তাকে ছুটি দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়া হচ্ছে।
প্রধান বিচারপতির এই অবস্থা হলে দেশের সাধারণ মানুষ কতটা নিশ্চিন্তে থাকতে পারে। শুক্রবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চিকিৎসা,ওষুধ, শিশুখাদ্য ও কৃষকদের মধ্যে শাকসব্জির বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় নজরুল ইসলাম খান আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন আছে, তারপরও তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। সরকার যে অসহিষ্ণুতা দেখাচ্ছে সেটা দেশকে বিশৃংখলার দিকে নিয়ে যাবেন বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আমরা চাই দেশে শান্তিপূর্ণ অবস্থা থাকুক, দেশে উন্নয়ন হোক, রোহিঙ্গার মতো জাতীয় সমস্যা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। কিন্ত সেই জায়গায় জনগণকে সাথে নেয়ার পরিবর্তে হতাশ করছে সরকার। জনগণকে নিরুৎসাহিত করা হচ্ছে। এ অবস্থা বেশি দিন চলতে পারেনা। সরকারের উচিত এই অবস্থান থেকে সরে আসা।
উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা: ফারহাদ হালিম ডোনাল্ড, সাবেক উপমন্ত্রী সিরাজুল হক প্রমুখ।

‘বন্দুকের নল ধরে প্রধান বিচারপতিকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে’
বন্দুকের নল ধরে প্রধান বিচারপতি এসকে সিনহাকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
রিজভী আহমেদ বলেন, প্রধান বিচারপতি নিজেই নিজের ছুটি নিতে পারেন। ছুটি নিলেতো আগেই নিতে পারতেন। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে তিনি যখন কানাডা, জাপান গেলেন তখনই নিতে পারতেন।
এটাও কি জনগণের জানতে বাকি আছে যে, উনি (এসকে সিনহা) ছুটি নিয়েছেন নাকি তার স্বাক্ষর জালিয়াতি করে, জোর করে, হুমকি দিয়ে বন্দুকের নল ধরে ছুটির ব্যবস্থা করা হয়েছে।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী