সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কালিগঞ্জে স্বর্ণ কিশোরী অনুষ্ঠান ও নলতায় মাজার জিয়ারাতে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ৩১ মার্চ শনিবার দেবহাটা ও কালিগঞ্জে ব্যস্ত সময় পার করলেন।

‘শিশু বিয়ে রোধ করি, কৈশোর বান্ধব বাংলাদেশ গড়ি’- শীর্ষক স্লোগানে স্বর্ণ কিশোরী ইউনিয়ন কার্যক্রম খুলনা বিভাগ কাউন্সিলের স্বর্ণ কিশোরী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেলা আড়াইটার দিকে নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত স্বর্ণ কিশোরী ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন- ‘চ্যানেল আই’র উপস্থাপক স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের সিও ফারজানা ব্রাউন কিশোরীদের নিয়ে একটি অসাধারন কাজ শুরু করেছে। এই মেধাবীরা আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে।’
তিনি বলেন- ‘খুলনা বিভাগের ১০ টি জেলার স্বর্ণ কিশোরী মেয়েরা আজ নলতায় হাজির হয়েছে। এই স্বর্ণ কিশোরী চিন্তার ফসল ছিলো ডা. আ.ফ.ম রহুল হক এর। স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন আজ সফল হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে নেতৃত্ব আসবে।’

তিনি আরো বলেন- ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নত মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ।’

অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল আই স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের সিও ফারজানা ব্রাউন।

অনুষ্ঠানে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বর্ণ কিশোরী শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও সুধি ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

পরে বেলা ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রী নলতা খানবাহাদুর আহ্ছানুল্লাহ (রহ.) পাক রওজা শরীফের মাজার জিয়ারাত ও নামাজ আদায় করেন।

মাজার জিয়ারাতে দোয়া মোনাজাত পরিচালনা করেন নলতা শাহী জামে মসজিদের ইমাম মাও. আবু সাঈদ।

পরে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনে দুপুরে আপ্যায়ন, বিকাল সাড়ে ৪টায় দেবহাটা আওয়ামীলীগ আয়োজিত দেবী শহর ফুটবল মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এর আগে বেলা সাড়ে ১২ টায় দেবহাটায় প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে নব নির্মিত থানা ভবনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে এক সুধি সমাবেশে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা: আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. লুৎফুল্লাহ, মহিলা সংসদ সদস্য রিফাত আমিন, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মাদ, সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহম্মাদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দূর্নীতি প্রতিরোধে শপথ বাক্য পাঠ

‘‘বন্ধ হলে দূর্নীতি, উন্নয়নে আসবে গতি’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কালিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ২ টি স্কুল ও ১ টি কলেজের শিক্ষার্থীদের দূর্নীতি প্রতিরোধ, শপথ বাক্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও একই সমায়ে পৃথক ভাবে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে, ১১ টায় কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীমের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করানো হয়। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর, সঞ্চালনায় বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ্য এ.কে.এম জাফরুল আলম বাবু, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দে, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ আনোয়ার হোসেন, ইলাদেবী মল্লিক, শেখ মাহমুদুর রহমান, কুশলিয়া কমিটির সহ-সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, ধলবাড়িয়া কমিটির সভাপতি আব্দুল করিম মামুন হাসান, মথুরেশপুর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী